ফেনীতে বাজুসের সমাবেশ ও মতবিনিময় সভা
বিশেষ প্রতিনিধি
ফেনীতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফেনী জেলা কমিটির আয়োজনে সমাবেশ ও মতবিনিময় সভা সোমবার (২৬ ডিসেম্বর) গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাজুস ফেনীর সভাপতি আলহাজ্ব মো. ইসমাইল হোসেন খোকন, প্রধান অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন বাজুস উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল, বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নারায়ণ চন্দ্র দে, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপ কার্যনির্বাহী সদস্য ও সদস্য সচিব মো. রিপনুল হাসান ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিসট্রিক্ট মনিটরিং সদস্য প্রণব সাহা।

বাজুস ফেনী জেলা কমিটির সহ-সভাপতি জালাল উদ্দিন বাবলুর সজ্ঞালনায় বক্তব্য রাখেন বাজুস চট্টগ্রাম শাখা সভাপতি মৃণাল কান্তি ধর, বাজুস কুমিল্লা জেলা শাখার সভাপতি রোটারিয়ান আলমগীর খান, বাজুস চাঁদপুর জেলা সভাপতি মো. মোস্তফা ভূঁইয়া, বাজুস লক্ষ্মীপুর জেলা সভাপতি হরিহর পাল, বাজুস ফেনী জেলার সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চুসহ বাজুসের কেন্দ্রীয়, স্থানীয় এবং বিভিন্ন জেলার নেতৃবৃন্দ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাফর উদ্দিন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, বাজুস ফেনীর সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী হকসাবসহ জেলা-উপজেলা ও বিভিন্ন শাখা কমিটির জুয়েলারি নেতৃবৃন্দসহ জুয়েলারী ব্যবসায়ীরা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, আগে স্বর্ণ ব্যবসায়ীরা পদে পদে হয়রানি হতেন। স্বর্ণ নীতিমালা হওয়ায় বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে ব্যবসায়ীরা এখন মাথা উঁচু করে ব্যবসা করতে পারছেন। ২০২৩ সালের মার্চ মাস থেকে‘মেড ইন বাংলাদেশ’ খচিত স্বর্ণের বার রপ্তানি শুরু হবে। এতে করে অচিরেই স্বর্ণ শিল্পে বাংলাদেশ বিশ্বের মডেল হবে। তিনি ব্যবসায়ীদের হলমার্কযুক্ত জুয়েলারি বিক্রয়ের অনুরোধ জানান।
প্রধান অতিথি আরো বলেন, “সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিদেশে স্বর্ণ রপ্তানি হবে। ব্র্যান্ড হবে বাংলাদেশে তৈরিকৃত স্বর্ণ।
এ সময় বাজুস নেতৃবৃন্দ বলেন, স্বর্ণ অলংকার পরিবহনে রিসিট তৈরি করে নিবেন। সাথে এনআইডি ও বাজুসের সদস্য ফরম রাখবেন। এসব থাকলে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে সমস্যায় পড়তে হবেনা। তারপরও কেউ সমস্যার সম্মুখীন হলে বাজুস ব্যবস্থা গ্রহণ করবে। চোরাই স্বর্ণ ক্রয় করা যাবেনা। সেখানে শাস্তি অবধারিত।
কোনো ব্যবসায়ীকে চোরা স্বর্ণসহ আটক করলে পুলিশ বাজুসকে অবহিত করতে হবে। ওই বিষয়ে যথাযথ তদন্ত করে সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে কঠোর কর্ম সূচির মাধ্যমে জেলায় তাৎক্ষণিক সকল জুয়েলারী দোকান বন্ধ হয়ে যাবে। তবে চোরা স্বর্ণ বিক্রয়ের সাথে জড়িত থাকলে আমরা পাশে থাকব না। ভ্যাট সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে।
প্রতিটি জুয়েলারি দোকানে বাজুস’র মূল্যতালিকা মেনে চলতে হবে। তার ব্যাত্যয় ঘটলে প্রথমে ব্যবসায়ীকে বুঝাবেন, প্রয়োজনে পরে জরিমানা করবেন।
মতবিনিময় সভার মাঝে বাজুস নির্মিত ডকুমেন্টারি আর বিজ্ঞাপন প্রদর্শিত হয়। সভা শষে আগত নেতৃবৃন্দকে ক্রেষ্ট প্রদান করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









