স্টাফ রিপোর্টার:
প্রসূতি নারীদের স্বাস্থ্য সেবা, সন্তান প্রসবসহ নারী ও শিশুদের সেবায় গৃহীত নানামুখী কর্মসূচি নিয়ে ফেনীর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ‘মেরী স্টোপস বাংলাদেশ’।
বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) ফেনীর একটি রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় আলোচকরা বলেন, চিকিৎসা নেওয়ার ব্যাপারে সাধারণ মানুষের অসচেতনতা কারণে ও অসাবধানতার কারণে প্রসবকালীন সময় আমাদের অধিকাংশ মা মাতৃত্বকালীন চিকিৎসা সেবা নেওয়া থেকে বিরত থাকেন। এদের বেশিরভাগ নিজ নিজ বাড়ি বা দাইয়ের কাছে প্রসব চেষ্টা চালান। ব্যর্থ হলে ক্লিনিকে আসেন।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব শাহনাজ মুন্নী। মেরি স্টোপস বাংলাদেশ এর কর্মকাণ্ড উপস্থাপনা করেন ডা. ফারহানা আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন মেরি স্টোপস বাংলাদেশের পরিচালক (কর্পোরেট সার্ভিস) জাহিদুল ইসলাম আনসারী। বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজার (মানব সম্পদ) শিমুল চক্রবর্তী। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন মেরি স্টোপস এর ম্যানেজার (ক্লিনিক অপারেশন) উজ্জল কুমার কুন্ড। শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহের।
পরে বিভিন্ন সমস্যায় পড়লে মায়েদের সিজারিয়ান অপারেশন করানো হয়।
তাদের মধ্যে রোগীর জরায়ুতে টিউমার, বিস্তৃত গর্ভফুল, রক্তস্বল্পতা প্রভৃতি বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এসব মায়েরা প্রসবের আগে ধারাবাহিক এবং নিয়মিত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার ব্যাপারে অসতর্ক এবং উদাসীন।
মেরি স্টোপস এর কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে সভায় জানানো হয়, ১৯৮৮ সাল থেকে মাতৃ মৃত্যুহার কমিয়ে আনতে কাজ করছে মেরি স্টোপস। বাংলাদেশসহ বিশ্বের ৩৭ টি দেশে মেরী স্টোপস এর কার্যক্রম চালু রয়েছে। বাংলাদেশে ২৮টি জেলায় ৪০টি ক্লিনিকে শিশু ও মায়েদের বিশেষত মাতৃকালীনসহ বিভিন্ন রকমের স্বাস্থ্যসেবা দেয়া হয়।
সারাদেশের অন্য জেলার মত ফেনীতেও তাদের কার্যক্রম চললমান রয়েছে।
সভায় বলা হয়, প্রতিষ্ঠানটির মূল লক্ষ্যই হচ্ছে ‘প্রতিটি জন্মই হোক আকাঙ্খিত’ এবং ‘প্রতিটি প্রসবই হোক নিরাপদ’। প্রতিষ্ঠানটি সরকারি স্বাস্থ্যসেবার সঙ্গে কাজ করার পাশাপাশি সরকারী খাতের স্বাস্থ্য সেবা আরো জোরদার মানসম্পুন্ন ও তৃণমূল পর্যায়ে নিয়ে যাবার প্রচেষ্টা চালাচ্ছে।
তাছাড়া যেখানে সরকারি পর্যায়ের সেবার সুযোগ নেই মেরী স্টোপস সেখানেও তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালাচ্ছে।
মতবিনিম সভায় জেলার ৩০ জন সাংবাদিক অংশ নেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









