স্টাফ রিপোর্টার:
ফেনীতে শুরু হয়েছে বীর মুক্তিযোদ্বা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৮) ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ২০২২। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে ফেনীর খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
সিনিয়র সচিব ও তথ্য কমিশনের কমিশনার এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ড. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম সরদার, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজ উদ্দিন মো. আলমগীর ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
চ্যাম্পিয়নশীপের আহবায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোঃ মোস্তফা, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান, মুজিবুল হক রিপন, কেবিএম জাহাঙ্গীর আলম।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
আয়োজক সূত্র জানায়, জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের ৪২ জেলা, ৫টি বিভাগ, ৩টি সংস্থা ও শিক্ষা বোর্ডের ১টি দলসহ মোট ৫১টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় মোট ২০৭ জন বালক ও ৬০ জন বালিকা অংশ নিচ্ছে।আগামী ২ জানুয়ারী এ প্রতিযোগীতার সমাপ্তি হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফেনীতে দ্বিতীয় বারের মত এ চ্যাম্পিয়নশীপ শুরু হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”