স্টাফ রিপোর্টার:
জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে রোববার বিকেলে ফেনীর ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা, মিলাদ-দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন- সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর প্রতিষ্ঠিত জাতীয় পার্টি শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি করে। জাতীয় পার্টিতে কোনো দূর্নীতিবাজ নেই। এদেশের মানুষের সুখ-সমৃদ্ধি আর উন্নয়ন জাতীয় পার্টির হাত ধরে হয়েছে। তাই জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্যে আগামী দিনের জাতীয় পার্টিকে আরো সুসংগঠিত করতে হবে। তিনি বলেন- ফেনীতে লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপির নেতৃত্বে কাজ করে অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে জাতীয় পার্টি অত্যান্ত সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রয়েছে। আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে ফেনীর তিনটি আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুব সংহতির সভাপতি রেজাউল গনি পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন মজুমদার (ভিপি জহির), সহ-সভাপতি মানু মিয়া পাটোয়ারী, আবদুল ওয়াদুদ, জেলা জাতীয় পাটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মৃধা, কাজী জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক নুর আলম আলম বাসি, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাফর উল্লাহ খান, সাধারণ সম্পাদক রেজওয়ানুর রহমান সজীব, সোনাগাজী উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা জাতীয় মহিলা পাটির সভাপতি ফারহানা আইরিন, পরশুরাম উপজেলা সভাপতি রফিকুল ইসলাম মজুমদার ও দাগনভূঞা সাধারন সম্পাদক বিনোদ বিহারী ভৌমিক। আলোচনা সভায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর দ্রুত রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









