বিশেষ প্রতিনিধি
ফেনী জেলা ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। শনিবার দুপুরে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের ট্রাংক পর্যন্ত গেলে সেখানে বাধা দেয় পুলিশ।
এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করলে তাদের ওপর লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে পুলিশ। একপর্যায়ে ছাত্রদলের তিন কর্মীকে আটক করে পুলিশ।
আটক তিন কর্মী হলেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন, ছাত্রদল কর্মী আবদুল আজিজ স্বপন ও মো. কাউসার।
জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারন সম্পাদক মোরশেদ আলম মিলন জানায়, পুলিশ অতর্কিতভাবে তাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর লাঠিচার্জ করে এবং মিছিল থেকে ছাত্রদলের তিন কর্মীকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তিনি।
এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, তাদের নাশকতা মামলায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় পুলিশ তাদেরকে মিছিল নিয়ে সড়কে উঠতে নিশেধ করে। তারা পুলিশের নিষেধাজ্ঞা না শুনে মিছিল নিয়ে এগিয়ে যায়। পরবর্তীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশের কাজে বাধা দেওয়ায় পুলিশ সেখান থেকে তিন জনকে আটক করে ও মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে ফেনী জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশের অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও জেলা ছাত্রদলের সভাপতি সালা উদ্দীন মামুন বক্তব্য রাখেন। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন,সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল, সাইফুল ইসলাম জিকু, তাজুল ইসলাম পাভেল, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী সুমন সহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন










