স্টাফ রিপোর্টার:
প্রথম আলো শুরু থেকেই যে কোন সংবাদ প্রকাশের ক্ষেত্রেই সত্য ও বস্তুনিষ্ঠতা ধরে রেখেছে। তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ও সত্য তথ্য জানানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সত্য ও নির্ভরশীল সংবাদ প্রকাশের পাশাপাশি সম্পাদকীয়তেও তাদের ধারালো তীক্ষ্ম দৃষ্টি রেখেছে। প্রথম আলো দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বেগবান করতে মুর্খ্য ভূমিকা পালন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে শনিবার বিকেলে ফেনী শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
শনিবার দুপুরের পর থেকে সমাবেশ স্থলে একে একে এসে মিলিত হন আমন্ত্রিত অতিথিরা। বিকেল চারটায় অনুষ্ঠান শুরু হয় । এতে জেলা প্রশাসক,জেলার বিশ্ববিদ্যালয়,কলেজ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,ব্যবসায়ী,চিকিৎসক,প্রকৌ শলী,চাকুরীজীবী,ক্রীড়া সংগঠক,গণমাধ্যম কর্মী,সংস্কৃতি কর্মীসহ নানা পেশার অন্তত দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় আর্য্য সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা আলো আমার আলো,ওগো আলো ভূবন ভরা…….. রবীন্দ্র সংগীত পরিবেশন করে। এরপর স্বাগত বক্তব্য দেন প্রথম আলো’র ফেনী প্রতিনিধি আবু তাহের।

এরপর সমাবেশে প্রথম আলোর চর ও কুষ্টিয়ায় অবস্থিত দেশের প্রথম ছাপাখানা নিয়ে নির্মিত ভিডিও চিত্র এবং কলসিন্দুরের মেয়েদের ফুটবল দল নিয়ে প্রামান্যচিত্র ‘সে আগুন ছড়িয়ে গেল সব খানে’ প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল-হাসান বলেন, প্রথম আলো হচ্ছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতীক। প্রথম আলো সব সময় সংবাদে ভাষা,সাহিত্য,বানান,শব্দ গঠনসহ সব ক্ষেত্রেই দায়িত্বশীলতার পরিচয় দেয়। প্রশাসনের নেতিবাচক সংবাদ প্রকাশের পাশাপাশি ভালো দিক গুলো তুলে ধরার আহ্বান জানান। তিনি প্রথম আলো পত্রিকাটি নানামুখী কাজের পাশাপাশি সাধারণ পাঠকের মন আকৃষ্ট করতে নতুন নতুন কর্ম পরিকল্পনা প্রণয়নের জন্য অনুরোধ করেন।
সমাবেশে বক্তব্য দেন ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তায়বুল হক,অধ্যাপক ও সাহিত্যিক রফিকুর রহমান ভূঁঞা,ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসা,ফেনী জয়নাল হাজারী কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হালিম,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব,ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলী (পি.পি) হাফিজ আহমদ,ফেনী চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি জাফর উদ্দিন,সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি লক্ষণ বনিক, জ্যেষ্ঠ আইনজীবী ইব্রাহীম ভূঁঞা, কবি ও ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব আলম,ক্রীড়া সংগঠক ইমন উল হক,নারী নেত্রী রোকেয়া রহমান ও প্রথম আলোর জন্মলগ্নের পাঠক মহিবুল হক চৌধুরী রাসেল।

সুধী সমাবেশে প্রশ্ন উত্তর পর্বে উপস্থিতির প্রশ্নের মতামত দিয়ে প্রথম আলোর হেড অব রিপোর্টিং টিপু সুলতান বলেন,পাঠকরাই হচ্ছে প্রথম আলোর মূল চালিকা শক্তি। প্রথম আলো সংবাদ প্রকাশের পাশাপাশি নানামুখী সামাজিক কাজও করে আসছে। পাঠকদের চাহিদা ও মতামতের ভিত্তিতে নবরূপে এগিয়ে যাচ্ছে প্রথম আলো।
প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান বলেন, প্রথম আলো একটি মানবিক,সাবলীল ও উন্নয়নশীল বাংলাদেশ গড়তে চায়। প্রথম আলোর সাফল্যের পেছনে পাঠকের ভূমিকাই প্রধান। শান্তি,প্রগতি ও আলোর পক্ষে কাজ করে প্রথম আলো।
তিনি বলেন,প্রথম আলো সব সময় বাংলাদেশের জয় দেখতে চায়। সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের কাছে প্রথম আলোর অবস্থান শীর্ষে। প্রথম আলো শুরু থেকে সত্যের পথে আছে। আপনাদের ভালোবাসাই ভবিষ্যতেও প্রথম আলো সত্যের অগ্রযাত্রা অবিচল থাকবে। প্রাণের টানে শীতকাতর বিকেলে আপনারা প্রথম আলো আহ্বানে এখানে এসে সমাবেশকে সফল করার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।
প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর আঞ্জুমান আরা গিয়াস,অবসর প্রাপ্ত কৃষি কর্মকর্তা আজিজুল হক,শিশু রোগ বিশেষজ্ঞ সুশান্ত বড়ুয়া, প্রকৌশলী আরিফ জাহান,গণমাধ্যম কর্মী নাজমুল হক শামীম, মৎস্য পোনা উৎপাদনে জাতীয় পুরস্কার প্রাপ্ত আহসান হাবীব। তারা চিকিৎসা,কৃষি,সাংস্কৃতিক,কুইজ, রান্না-বান্না,বিজ্ঞান প্রযুক্তি ও আইন বিষয়ক সংবাদ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। পাঠকের নানা প্রশ্নের জবাব দেন প্রথম আলোর হেড অব রিপোর্টিং টিপু সুলতান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাবেক সভাপতি শেখ আশিকুন্নবী সজীব। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন প্রথম আলো ফেনী বন্ধুসভার সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিমল কান্তি পাল, জয়নাল হাজারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ,সহযোগি অধ্যাপক আফতাব উদ্দিন,সহকারি অধ্যাপক মোশাররফ হোসেন,জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী কেবিএম জাহাঙ্গীর আলম,জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন,চিকিৎসক খুরশিদ আলম, ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক মীর হোসেন মীরু,বখতেয়ার ইসলাম মুন্না,আবু তাহের ভূঁঞা,শাহাদাত হোসেন,আরিফুল আমিন রিজভী,এনামুল হক পাটোয়ারী,জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন, জেলা ফুটবল কোচ দীপক নাথ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









