সদর প্রতিনিধি:
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম বাবুলের বাড়িতে সোমবার হামলার ঘটনা ঘটেছে। হামলায় ইউপি সদস্যের ছেলে আবু সাঈদ আহত হয়। এই ঘটনায় থানায় ইউপি সদস্য বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারে নাই।
সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের দক্ষিণ কাশিমপুর উজিরআলী পন্ডিত বাড়ীর মৃত আলী নেয়াজের পুত্র একাধিক মামলার আসামী মো. মহিন (২৫) গত কিছুদিন আগে একটি মামলায় গ্রেপ্তার হয়। বেশকয়েকদিন জেল খেটে বৃহস্পতিবার আদালতের থেকে জামিন নিয়ে বের হয়। মহিন বের হয়ে জেল খাটার ঘটনায় ওই ওয়ার্ডের বর্তমান সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম বাবুলকে দোষারোপ করে গালমন্দ করে এবং তার কাছে টাকা দাবি করে। দাবিকৃত টাকা না পেয়ে বর্তমান ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম বাবুলের বাড়ির দরজায় বহিরাগতদের নিয়ে মহড়া দেয়। এসময় ইউপি সদস্য বাবুলের ছেলে আবু সাঈদ বাড়ী থেকে বের হলে তার উপর হামলা চালায়। হামলায় আবু সাঈদ গুরুতর আহত হয়। পরে শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত আবু সাঈদকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ইউপি সদস্য শাহ আলম বাবুল বাদি হয়ে ফেনী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারে নাই।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম বাবুল অভিযোগ করেন, হামলাকারী মহিন এলাকায় একজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। একটি মামলায় সে গত বৃহস্পতিবার জামিনে বের হয়। জামিনে বের হয়ে সে আমার নিকট চাঁদা দাবি করে এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। তার দাবিকৃত চাঁদা না দেয়ায় সে ক্ষুব্দ হয়ে আমার ছেলের উপর হামলা চালায় এবং আমার ছেলে থেকে নগদ টাকাসহ দুইটি দামি মোবাইল সেট নিয়ে যায়। তিনি আরো জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ও বেআইনি কর্মকান্ডের প্রতিবাদ করি। আমার বাবাও একজন জনপ্রতিনিধি ছিলেন।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন জানান, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম বাবুলের বাড়ির সামনে তার ছেলেকে মারধর করে এবং ইউপি সদস্যকে গালিগালাজ করেছে সন্ত্রাসীরা। তিনি এঘটনার তীব্র নিন্দা জানান।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, পাঁচগাছিয়ার দক্ষিণ কাশিমপুরে কম্বল বিতরণকে কেন্দ্র করে ইউপি সদস্যের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন