স্টাফ রিপোর্টার:
ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২১ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুটি প্যানেল ও স্বতন্ত্র দুইজন প্রার্থী রয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সহ-সভাপতির দুইটি পদে দুইজন এককভাবে মনোনয়ন দাখিল করায় তারা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। সমিতি ভবনের দ্বিতীয় তলায় ২১ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। গত সোমবার যাচাই-বাচাই শেষে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এর আগেরদিন রোববার মনোনয়নপত্র দাখিলের শেষদিন প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন। সহ-সভাপতির দুইটি পদে অ্যাডভোকেট দিলীপ কুমার সাহা ও করিমুল হক দুলাল এককভাবে মনোনয়ন দাখিল করায় বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩২৮ জন।
আইনজীবী সমিতি নির্দলীয় হলেও বরাবরের মতো এবারো বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ সমর্থিত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। গতবারের ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতসমর্থিত ‘সমমনা আইনজীবী ঐক্য পরিষদের’ প্রার্থীরা সভাপতিসহ ১০টি পদে জয়লাভ করেছেন এবং আওয়ামী লীগ ও বামপন্থীদের সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের’ প্রার্থীরা সাধারণ সম্পাদক পদসহ ৪টি পদে এবং কার্যকরী সদস্য পদে একজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এবারের নির্বাচনে সেই সমীকরণ পাল্টে যেতে পারে বলে মনে করছেন ভোটাররা। ফলাফল যাই হোক নির্বাচন যুদ্ধে লড়াই হবে হাড্ডাহাড্ডি এমনটাই মনে করছেন আইনজীবীরা।
আবুল বশর চৌধুরীকে সভাপতি ও আমিনুল করিম মজুমদারকে সাধারণ সম্পাদক পদে রেখে বিএনপি-জামায়াতসমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। মো. নুরুল ইসলাম মজুমদার সোহাগকে সভাপতি ও মো. আহসান কবীর বেঙ্গলকে সাধারণ সম্পাদক পদে রেখে আওয়ামী লীগ ও বামপন্থীদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাব্বির উদ্দিন ও সদস্য পদে আইয়ুব আলী মিলন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জানান, যাচাই-বাচাই শেষে চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনকে ঘিরে আদালত পাড়ায় উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারণা চলছে। ভোটের অপেক্ষায় রয়েছেন ভোটার ও প্রার্থীরা।
বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে আবুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আমিনুল করিম মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুল কাইয়ুম, সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক পদে জাহিদ হোসেন কমল, অডিটর পদে নাজমুল হোসেন, অর্থ সম্পাদক পদে রিয়াজ উদ্দিন সুজন, লাইব্রেরি সম্পাদক পদে মাহমুদুল হাসান, সদস্য পদে সুভাষ চন্দ্র দাস, নিজামুল আলম, শহীদুল ইসলাম (২), ইমাম উদ্দিন ভূঞা, ইউছুপ টিপু ও জিয়াউল হায়দার ফরহাদ।
আওয়ামী লীগ ও বামপন্থীদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে মো. নুরুল ইসলাম মজুমদার সোহাগ, সাধারণ সম্পাদক পদে মো. আহসান কবীর বেঙ্গল, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জামাল উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ নোমান চৌধুরী, অডিটর পদে মুহাম্মদ ইকবাল হোসাইন, অর্থ সম্পাদক পদে মো. আবদুল মালেক (৩), লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য পদে কাজী বুলবুল আহমেদ সোহাগ, মো. ফয়েজুর রহমান, মানিক চন্দ্র শর্মা, মোহাম্মদ ফেরদৌস আলম আরমান, মোহাম্মদ হাবিবুল আলম জুয়েল ও আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাব্বির উদ্দিন ও সদস্য পদে আইয়ুব আলী মিলন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতাকারী সাধারণ সম্পাদক প্রার্থী আমিনুল করিম মজুমদার বলেন, আইনজীবীদের কল্যাণে ও সমিতির উন্নয়নে কাজ করার লক্ষ্যে প্রার্থী হয়েছি এবং ভোটারদের বেশ সাড়া পাচ্ছি। আশা করি ভোটারদের রায়ে আমাদের প্যানেল জয় লাভ করবে। তিনি সমিতির সার্বিক উন্নয়নের ও আইনজীবিদের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা চান।
আওয়ামী লীগ ও বামপন্থীদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতাকারী সাধারণ সম্পাদক মো. আহসান কবীর বেঙ্গল বলেন, আইনজীবীদের পেশাগত উন্নয়নে কাজ করতে সবার সহযোগিতা ও দোয়া চাই। নির্বাচিত হলে লোভ-লালসার ঊর্ধ্বে থেকে কাজ করে যাবো।
জেলা আইনজীবী সমিতির সদস্য জাহাঙ্গীর আলম নান্টু বলেন, ন্যায় বিচার পেতে বিচারক ও আইনজীবীদের ভূমিকাই মূখ্য। আমরা চাই ফেনীর আদালত প্রাঙ্গণ হোক দূর্নীতি ও টাউটমুক্ত। এক্ষেত্রে দূর্নীতি ও টাউটমুক্ত আইনাঙ্গন গড়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়ক হবে। তাই যোগ্য প্রার্থীরা নির্বাচিত হোক এটিই হোক আমাদের প্রত্যাশা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”