শেখ আশিকুন্নবী সজীব :
ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে এসে দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল জেমস গানে গানে ভক্তদের হৃদয় মাতিয়ে তোলেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফেনী পৌর আওয়ামী লীগ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল গুরু নামে খ্যাত ব্যান্ড তারকা নগরবাউল জেমস।
দর্শকরা অপেক্ষা করতে থাকে কখন তাদের প্রিয় শিল্পী মঞ্চে আসবে।পুরো মাঠ জুড়ে তখন ছিল গুরু,গুরু ধ্বনি।হাজার হাজার দর্শকদের অপেক্ষার পালা শেষ করে রাত প্রায় ১১টায় মঞ্চে উঠেন গুরু জেমস।
জেমস মঞ্চে উঠেই একে একে গেয়ে শোনান –
পদ্ম পাতার জল.., দিওয়ানা দিওয়ানা আমি তোমার মাস্তানা…., গুরু ঘর বানাইলা কি দিয়া..,দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারন…,সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠক খানা..,দুষ্ট ছেলের দল.., ও বিজলী চলে যেওনা…,আসবার কালে আসলাম একা..,
ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলা না…,আমি তারায় তারায় রটিয়ে দিবো তুমি আমার..,পাগলা হাওয়ার তরে..।
শেষে তাঁর সাড়া জাগানো হিন্দী গান ভিগী ভিগী গানটি গেয়ে রাত প্রায় সাড়ে ১২টায় মঞ্চ ছাঁড়েন জেমস।সর্বমোট ১২ টি গান গেয়ে শোনান তাঁর ভক্তদের।
গানের ফাঁকে জেমস দর্শকদের উদ্দেশ্যে বলেন,ফেনীবাসী তোমরা আমার থেকেও ভালো গাও।তোমাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা।তোমরা যতোদিন আছো,আমিও ততোদিন আছি।তোমরা আমার প্রাণ,তোমরাই আমার গান।
এর আগে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চট্রগ্রামের জনপ্রিয় ব্যান্ডদল নাটাই।এরপর গান পরিবেশন করেন শিল্পী আনিকা। তাদের পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হয়।
অনুষ্ঠানে কৌতুক নিয়ে দর্শকদের হাসির খোরাক যোগান দেন জনপ্রিয় কৌতুক শিল্পী হারুন কিসিঞ্জার।
রাত সাড়ে ৯টায় দর্শকদের তুমুল করতালিতে মঞ্চে আসেন জনপ্রিয় ব্যান্ড শাফিন আহমেদের মাইলস।
মাইলস এর শাফিন আহমেদ একে একে গেয়ে শোনান আজ উদাস হাওয়ায় স্মৃতিগুলো.., আমার পিয়াসী মন….,জাতীয় সংগীতের ২য় লাইন….,নীলা তুমি কি চাওনা হারাতে ওই নীলিমায়….,চাঁদ তারা সূর্য নও তুমি…,ধিকিধিকি আগুন জ্বলে…,জ্বালা জ্বালা এই অন্তরে…,ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি…।
আবার ফেনীতে আসার প্রতিশ্রুতি দিয়ে মঞ্চ ছাঁড়েন জনপ্রিয় ব্যান্ড তারকা মাইলস এর শাফিন আহমেদ।
ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সার্বিক তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরান,জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান,ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন,ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহমেদ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ,প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গসহ হাজার হাজার সাধারণ দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানকে ঘিরে অনুষ্ঠানস্থল সহ শহরজুড়ে বর্ণীল আলোকসজ্জা করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”