শহর সংবাদদাতা:
ফেনী- ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশক্রমে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী এক মাসের মধ্যে পৌর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৮ টি ওয়ার্ড কমিটির পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়েছেন ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।মঙ্গলবার (১৭জানুয়ারি) সন্ধ্যায় পৌর সম্মেলন কক্ষে ফেনী পৌর আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত যৌথ সভায় তিনি এ নির্দেশ দেন।
এসময় তিনি নেতাকর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকে মাঠে ময়দানে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও ফেনী- ২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর উন্নয়নকে মানুষের ধারে ধারে তুলে ধরার পরামর্শ দেন তিনি।
বিগত দিনগুলোতে ফেনী পৌর আওয়ামী লীগকে বুদ্ধি পরামর্শ ও অর্থ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমরা এই সহযোগিতার প্রতিদান হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজাম উদ্দিন হাজারীকে নৌকার প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করার জন্য কাজ করার পরামর্শ দেন তিনি।
পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি তৌহিদ রেজা নূর মাসুদ, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন সুমনসহ বিভিন্ন ইউনিটের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।
এসময় সাংঠনিক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী নিজাম উদ্দিন শুভ, পৌর সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহ আলম, পৌর যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রোকসানা আক্তার রিফা, পৌর তাঁতি লীগের যুগ্ম আহবায়ক সাহাদাত হোসেন মামুন, পৌর শ্রমিক লীগের সভাপতি মো: শিমুল তালুকদার, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, কৃষক লীগের সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বশর,পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ডাক্তার হোসনে আরা শাকিলা প্রমুখ।
সভা শেষে ফেনী- ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সুস্থতায় দোয়া কামনা করা হয় এবং পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”