স্টাফ রিপোর্টার:
শোক ও শ্রদ্ধায় দৈনিক অজেয় বাংলা, সাপ্তাহিক নবকিরণ এর নির্বাহী সম্পাদক ও দৈনিক আমাদের অর্থনীতির ফেনী প্রতিনিধি শাহজালাল ভূঁইয়ার পিতা সুলতান আহাম্মদের দাফন রোববার সম্পন্ন হয়। এর আগে গত শনিবার রাত ৯টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো একশ বছর। রোববার সকাল সাড়ে দশটায় বিরলী ইসলামিয়া মাদ্রাসা মাঠে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মুসল্লীর অংশগ্রহণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্বে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর নবী, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, দাগনভূঞা আজিজিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মনছুর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, দৈনিক অজেয় বাংলা ও সাপ্তাহিক নবকিরণ সম্পাদক বাংলাদেশ টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, দৈনিক ফেনীর সম্পাদক শাহাদাত হোসেন, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাঁচগাছিয়া এ জেড খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন ভূঞা, বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন, বিরলী দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম মুফতি তৈয়ব সুলতানী, মহিপাল সার্কিট হাউজ জামে মসজিদের খতিব মুফতি ফরিদ উদ্দিন, সাবেক ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খায়েজ আহম্মদ ও মরহুমের ছোট ছেলে হারুনুর রশিদ ভূঞা প্রমুখ।
নামাজে জানাযায় ইমামতি করেন- মরহুমের বড় ছেলে কাজীরদীঘি সুলতানিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা হোছাইন আহম্মদ ভূঞা। এছাড়াও বাংলাদেশ সংবাদ সংস্থার মফস্বল ইনচার্জ ও বাংলাদেশ ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী তানভীর আলাদিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, ল ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) প্রতিষ্ঠাতা সভাপতি কাজী ওয়ালী উদ্দিন ফয়সাল, জেলা জামায়াতের আমির মাস্টার একেএম শামসুদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু, বিশিষ্ট চিকিৎসক খোরশেদ আলম,
স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, রাজাপুর স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক আবদুল হাইয়ুম জুয়েল, সুজাতপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদিন বেলাল, জায়লস্কর ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হুদা সুমন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জেলা জাতীয় যুব সংহতির সভাপতি রেজাউল গনি পলাশ, সদর উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন, কামাল মজুমদার, জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল-ইমরান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, সদর উপজেলা সভাপতি জোবায়ের হোসেন, দাগনভূঞা উপজেলার সভাপতি আবদুল্লাহ আল মামুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফেনী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী সালাহ উদ্দিন নোমানসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের লোকজন ও মরহুমের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক শাহজালাল ভূঞার পিতা সুলতান আহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক অজেয় বাংলা ও সাপ্তাহিক নবকিরণের সম্পাদক শওকত মাহমুদ, দৈনিক অজেয় বাংলা পরিবার, ফেনী প্রেসক্লাব, ফেনী রিপোর্টার্স ইউনিটি, ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম ফেনী জেলা শাখা, বাংলাদেশ ফটো জার্নালিস্টস্ এসোসিয়েশন ফেনী জেলা শাখা,প্রথম আলো ফেনী বন্ধুসভা সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। পৃথক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য: মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। সমাজসেবক সুলতান আহাম্মদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের হাজী নূর মিয়া ভূঞা বাড়ির মরহুম আলতাফ আলীর বড় ছেলে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”