শহর প্রতিনিধি,
ফেনী থানা পুলিশ একটি ডাকাতির মামলায় জড়িত অভিযোগে গত রোববার রাতে একজন আসামীকে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার দূর্গাপুর ইউনিয়নের পান্ডা পুকুর পাড় এলাকায় একটি বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তার নতুন মো. শাহাদাত হোসেন ওরফে শাহজাহান সাজু (৩০)। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সে ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের মাঈন উদ্দিনের ছেলে।
গতকাল সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ ডাকাত সর্দারকে অস্ত্রসহ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন । সংবাদ সম্মেলনে তিনি জানান, রোববার দিনগত রাত ৯টার চট্টগ্রামের জোরারগঞ্জের দূর্ঘাপুর ইউনিয়নের পান্ডা পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে সে ডাকাতিকৃত পণ্য সামগ্রী ও ডাকাতিতে ব্যবহৃত অস্ত্রের বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে। পরবর্তীতে ফেনীর সোনাগাজীর সমপুর তার বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয় । জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, সে আন্তজেলা ডাকাত দলের ডাকাত দলের সর্দার। পুলিশ জানায়, তার নামে ফেনী ও সোনাগাজী থানায় ডাকাতি, দস্যুতা, অস্ত্র, ছিনতাই, চুরি ও চেতনানাশক মামলাসহ ১০টি মামলা রয়েছে। বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সে ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের মাইন উদ্দিনের ছেলে। দীর্ঘদিন যাবত ডাকাতির সাথে জড়িত রয়েছে। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, ডাকাত সর্দার শাহাদাত হোসেন ওরফে শাহজাহান সাজুকে গতকাল সোমবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সিরাজ উদ্দিনের আদালতে পাঠানো হলে সে আদালতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। পরে তাকে ফেনী জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন