বিশেষ প্রতিনিধি ,
ফেনী ফেনীর পরশুরাম উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কে শহীদুল্লাহ খোন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ’স্থগিত কমিটির সভাপতি এবং সম্পাদকসহ পরস্পর বিরোধ কোন নেতা-কর্মী কেউইসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন বক্তব্য প্রদান করতে পারবেন না।অন্যথায় দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের অপরাধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত- গত এক সপ্তাহ আগে (মঙ্গলবার) পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামে এক ব্যক্তির মৃত্যুর পর জানাযা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের সাথে উপজেলা সাধারণ সম্পাদক ও পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের মাইক নিয়ে কাড়াকাড়ি, পরস্পরকে গালমন্দ করা হয়। বিকেলে উপজেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের প্রাণ নাশের হুমকির অভিযোগ ও নিরাপত্তাহীনতায় ভোগার কথা বলে পরশুরাম মডেল থানায় পরস্পরের বিরুদ্ধে পৃথক সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেন।
বুধবার পৌর শহরে মেয়রের পক্ষে বাজার বণিক সমিতির ব্যানারে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে মেয়র তার পৌর কার্যালয়ে এবং উপজেলা চেয়ারম্যান তার সরকারী কার্যলয়ে পৃথক সংবাদ সম্মেলন করে পরস্পরের প্রতি বিষোদগার করেন। মেয়র তার বক্তব্যে উপজেলা চেয়ারম্যানকে মানষিক ভাবে অসুস্থ আখ্যা দেন। উপজেলা চেয়ারম্যান তার কোন কারনে মৃত্যু হলে তার জন্য মেয়র সাজেল দায়ি থাকবেন বলে অভিযোগ করেন। বৃহস্পতিবার রাতে মেয়রের নাম করে উপজেলা কার্যালয়ের সামনে ডেকে নিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অনাদি রঞ্জন সাহাকে (৬৫) লোহার রড দিয়ে এলোপাথাড়ী পিটিয়ে আহত করা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় অনাদি রঞ্জন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও ১৫ জনকে অজ্ঞাত আসামী করে পরশুরাম থানায় মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করে। তারা সবাই মেয়রের অনুসারী। অনাদি রঞ্জনকে দেখতে যাওয়ার পথে মেয়রের ওপর হামলা অভিযোগে শনিবার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী নিজে বাদী হয়ে উপজেলা যুবলীগের সভাপিত ও চেয়ারম্যানের ভাতিজা ইয়াসিন শরিফ মজুমদারকে প্রধান আসামী করে ১৩ জনের নাম উল্লেখ ও ১৫ জনকে অজ্ঞাত আসামী করে পাল্টা মামলা করেন। এ মামলায় পুলিশ এজাহার নামীয় একজনকে গ্রেপ্তার করে। অপর এজাহার নামীয় ১২ জন সোমবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত উপজেলা যুবলীগ সভাপতি ইয়াছিন শরিফ মজুমদার ছাড়া বাকী ১১জনের জামিন মঞ্জুর করেন। ইয়াছিন শরিফ মজুমদারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত কয়েক দিন মেয়রের পক্ষে ও উপজেলা চেয়ারম্যানের পক্ষ নিয়ে নানা ধরনের পরস্পর বিরোধ সমালোচনার ঝড় বইতে শুরু করে।
গত রোববার জেলা কমিটির পক্ষ থেকে পরশুরাম উপজেলার এ বিরোধ নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ইতিমধ্যে সংশ্লিষ্ট পক্ষের সাথে এবং উপজেলা অপরাপর নেতাকর্মীদের সাথে কথা বলে সব কিছু জানার চেষ্টা করছে। এবং সমাধানের চিন্তা শুরু করেছে। কিন্তু এতেও উভয় পক্ষ থেকে নেই। পরিস্থিতি অনুধাবন করে সব শেষ পরশুরাম উপজেলা আ.লীগের সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ জানান, কেউ যদি জেলা কমিটির এ আদেশ অমান্য করে কোন ধরনের কার্যক্রম বা মতামত প্রকাশ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন