নিজস্ব প্রতিবেদক:
ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশ অর্থ আত্মসাৎ ও চেক প্রতারণার দুটি মামলার একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম আজিজুল হক খোন্দকার ওরফে এক্সেল জুয়েল (৪০)। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিন মন্দিয়া গ্রামের মৃত বজলের রহমান সুবেদারের ছেলে।
গত সোমবার রাতে ঢাকার গুলশান জোন পুলিশের সহায়তায় খিলখেত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ছাগলনাইয়া থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার তাঁকে ফেনীর আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে নানা প্রলোভনে অন্যদের থেকে বিপুল পরিমান অর্থ নিয়ে আত্মসাত করেন। তিনি পাওনাদারদের চাপের মুখে তাদের ভুয়া চেক প্রদান করেন। চেকগুলি ব্যাংক ফেরত (ডিজঅনার) দেওয়া হয়। পরে তারা অর্থ আত্মসাৎ ও চেক প্রতারনার অভিযোগে ফেনীর আদালতে ২০১৬ সালে সিআর-৪/১৬, দায়রা-৬১৩/১৭ এবং একই বছর সিআর ৪৮১/১৬, দায়রা ৩৬৩/১৯ দুটি মামলা রজু করা হয়। কিন্ত মামলার পর থেকে তিনি পলাতক হয়ে যান। একটি মামলায় তাঁর এক বছর সশ্রম কারাদন্ড ও ২৫ লাখ টাকা অর্থদন্ডের রায় ঘোষনা করা হয়। অপর মামলাতেও তাঁকে পলাতক থাকা অবস্থায় এক বছরের সশ্রম কারাদন্ড ও ৯ লাখ ৯৫ হাজার টাকা অর্থদন্ডের ঘোষনা দেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীব রায় জানান, ছাগলনাইয়া থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোপন সংবাদের মাধ্যমে দীর্ঘ প্রায় ৭ বছর পলাতক আসামী আজিজুল হক খোন্দকার ওরফে এক্সেল জুয়েলের (৩৩) অবস্থান নির্ণয় করে গত সোমবার রাতে ঢাকার গুলশান জোন পুলিশের সহায়তায় খিলখেত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ছাগলনাইয়া থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার তাঁকে ফেনীর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন