স্টাফ রিপোর্টার:
ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ভাবছে কিভাবে ক্ষমতা ধরে রেখে আরও লুটপাট করবে। আর বিএনপি চাচ্ছে কেমন করে ক্ষমতায় যেয়ে আবার লুটপাট করবে। দেশের মানুষ আগামীতে এ দুটি দলের লুটপাট আর দেখতে চায় না। মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে পরিত্রাণ চায়। সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টিই পারবে জনগণের প্রত্যশা পুরণ করতে। জাতীয় পার্টির রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণে নিবেদিত থাকা। তাই আগামী সংসদ নির্বাচনের আগেই তৃণমুলে জাতীয় পার্টিকে সুসংগঠিত করার লক্ষে সবাই মাঠে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আগামী সংসদ নিবাচনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ফেনী জেলা জাতীয় পার্টির অভিভাবক লে. জেনারেল (অব.)মাসুদ উদ্দিন চৌধুরীকে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) পুণরায় সংসদ সদস্য নির্বাচিত করে উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখার লক্ষে পার্টির নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান।
শুক্রবার ফেনী সদর উপজেলার ফাজিলপুর, ফরহাদ নগর ও শর্শদি ইউনিয়নের পৃথকভাবে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও শনিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জেলা জাতীয় পার্টির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির, সহ-সভাপতি মানু মিয়া পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. রেজাউল গনি পলাশ, সাংগঠনিক সম্পাদক নুর আলম বাসি, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাফর উল্লাহ খান, সাধারণ সম্পাদক রেজওয়ানুর রহমান সজীব, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক নুর নবী খোন্দকার, জাতীয় মহিলা পার্টি সাধারণ সম্পাদক শারমিন বেগম, ছাত্রসমাজের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
তিন ইউপিতে জাতীয় পার্টির নেতা হলেন যারা :
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ও ফরহাদনগর ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন গত শুক্রবার পৃথকভাবে অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার শর্শদি ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ। এসময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি জহিরসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে শর্শদি ইউপির সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, ফাজিলপুর ইউপিতে সভাপতি সাইফুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ফরহাদ নগর ইউপিতে সভাপতি জামাল উদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক নুর নবী রুবেলের নাম ঘোষণা করা হয়। ফেনী সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজওয়ানুর রহমান সজীব তিন ইউপিতে জাতীয় পার্টির উল্লেখিত নতুন কমিটি ঘোষণার সত্যতা নিশ্চিত করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”