স্টাফ রিপোর্টার:
‘কারা ঐ লৌহকপাট ভেঙে ফেল কর রে লোপাট’, ‘মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান’ এমনসব গণমুখী কালজয়ী গানের সুরে মুগ্ধতা ছড়িয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফেনী জেলা সংসদের আয়োজনটি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল দশটায় ফেনী শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাজ্জাদ মিলনায়তনে “প্রলয় বাজাও গানে, সাহস জাগাও প্রাণে ” স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হলো উদীচীর জেলা পর্যায়ের একাদশ সত্যেন সেন জাতীয় গণসংগীত উৎসব ও গণসংগীত প্রতিযোগিতা।
জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় “ক ” বিভাগে (একক) ১ম স্থান অধিকার করেন অদ্রিতি নাথ অথৈ, ২য় স্থান অধিকার করেন সেঁজুতি পাল, ৩য় স্থান অধিকার করেন গৌরব পাল। “খ” বিভাগে (একক) ১ম স্থান অধিকার করেন নিবেদিতা সাহা, ২য় স্থান অধিকার করেন অনিরুদ্ধ চক্রবর্তী, ৩য় স্থান অধিকার করেন অপূর্ব মজুমদার। “গ” বিভাগে (একক) ১ম স্থান অধিকার করেন পূর্ণা চক্রবর্তী, ২য় স্থান অধিকার করেন পর্ণা মজুমদার। ”ঘ” বিভাগে (দলীয়) ১ম স্থান অধিকার করে উদীচী, ফেনী জেলা সংসদ, ২য় স্থান অধিকার করে কিশোর কিশোরী ক্লাব- কাজিরবাগ, ৩য় স্থান অধিকার করেন তুলির ছোঁয়া সাংস্কৃতিক কেন্দ্র।
উদীচী ফেনী জেলার সভাপতি মহিবুল হক চৌধুরী রাসেলের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মৌসুমি সোম ও সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ সিয়ামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন প্রবীণ সাংবাদিক ও উদীচী জেলা সংসদের উপদেষ্টা আবু তাহের, ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম , গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি এড. বিমল চন্দ্র শীল, কবি শিখা সেন গুপ্তা, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলার সাধারণ সম্পাদক সমর দেবনাথ, কবি-গবেষক শাবিহ মাহমুূদ প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন