শহর প্রতিনিধি:
ফেনীতে আন্তর্জাতিক নারী দিবসের মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের নারীর প্রতি সহিংসতার মূলে রয়েছে পুরুষতান্ত্রিক মন মানসিকতা এবং এই সংগত সামাজিক ও আইনগত বৈষম্য। নারীরা প্রতিনিয়ত পারিবারিক সহিংসতা, যৌতুক সহিংসতা, এসিড সন্ত্রাস, ধর্ষণ, যৌন হয়রানিসহ বিভিন্ন ধরনের সহিংসতা এবং বৈষম্যের শিকার হচ্ছে। সমাজের প্রতিটি দপ্তর নারীবান্ধব হলে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলে নারীর প্রতি সহিংসতা নির্মূল হবে।
বুধবার বিকেলে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে মানবাধিকার সংগঠন অধিকার এর ও গুমের শিকার হওয়া ব্যক্তির স্বজনদের সংগঠন মায়ের ডাক এর আয়োজনে মানববন্ধনে বক্তারা এমন মন্তব্য করেন ।
মানববন্ধনে মুল প্রবন্ধ উপস্থাপন করেন গুমের শিকার হওয়া যুবদল নেতা মাহাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা।
অধিকার ফেনীর ফোকাল পার্সন ও মানবাধিকার সংগঠক, সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক ফেনী খবর সম্পাদক ও চ্যানেল আই’র ফেনী প্রতিনিধি রবিউল হক রবি।
বক্তব্য রাখেন, বাংলাদেশ ইয়ুথ জার্নালিষ্ট ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি ও দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, মাসিক আঁচল পত্রিকার সম্পাদক সাহিদা সাম্য লিনা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা কামাল বুলবুল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতি ফেনী জেলার সভাপতি মো. রেজাউল গনি পলাশ, ফেনী গেরিলা মুক্তিযোদ্ধা সংসদের প্রচার সম্পাদক মোহাম্মদ আলী নসু, মানবাধিকার কর্মী এমডি মোশাররফ, কবি ও মানবাধিকার কর্মী আবদুস সালাম, আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে গুমের শিকার হওয়া যুবদল নেতা মাহাবুবুর রহমান রিপনের বড় ভাই মাহফুজুর রহমান প্রমুখ।
মুল প্রবন্ধে অধিকার জানায়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হলেও এদেশে নারীদের অবস্থা এখনো হতাশাজনক। নারীর প্রতি সহিংসতা এদেশে চরমভাবে বিদ্যমান এবং দরিদ্র নারীরাই বেশি সহিংসতার শিকার হচ্ছে । বর্তমান কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় আইনের সঠিক বাস্তবায়ন না হওয়া, পুলিশ-প্রশাসনের দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপের ফলে অনেক ক্ষেত্রে অভিযুক্তদের শাস্তি দেওয়ার সম্ভব হচ্ছে না। এতে অপরাধীরা শাস্তি না পাওয়ায় নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে । বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতার পাশাপাশি গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নারী সদস্যদের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন চলছে বলেও অভিযোগ রয়েছে । মায়ের ডাক ও অধিকার আন্তর্জাতিক নারী দিবসে নারীর প্রতি বৈষম্য এবং সহিংসতা ও গুম হওয়া ব্যক্তির পরিবারের নারী সদস্যদের উপর বিভিন্ন ধরনের নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানিয়েছে।
মানববন্ধনে গুমের শিকার রিপনের চাচা ওহিদুর রহমান, মানবাধিকার সংগঠক বুলবুল বাঙ্গালি, আমিনুল শাহীন, কাজি ইকবাল আহমেদসহ সাংবাদিক, শিক্ষক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”