বিশেষ প্রতিনিধি :
তাহরিকে খাতমে নবুওয়্যাত বাংলাদেশের আমির ড. এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, মুক্তচিন্তা মানে যা ইচ্ছা তা বলা, যা ইচ্ছে তা করা নয়। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারিতা নয়। যা খুশি তা করা মুমিনের কাজ হতে পারে না। যারা নাস্তিক তারাই যা ইচ্ছা তাই করতে পারে। মুমিন কাজ করবে আল্লাহ ও রাসূলকে খুশি করতে। মুসলমানরা দুনিয়াদারী করবে তবে পরকালকে প্রাধান্য দিবে। পৃথিবীতে মানুষ সফররত অবস্থায় আছে তাদের গন্তব্য জান্নাত অথবা জাহান্নাম। এ সফরে পাথেয় সংগ্রহ করে চির সুখের স্থান জান্নাতে পৌঁছাতে হবে। লক্ষ্মীয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (১০ মার্চ) ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান মুফাসসিরের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমানে রাষ্ট্রের সকল স্তরে দুর্নীতি গ্রাস করেছে। দুর্নীতি বন্ধে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। পরকালে বিশ্বাসী কোন মুমিন মোত্তাকি দুর্নীতির সাথে যুক্ত হতে পারেন।
ফেনী সদর উপজেলার লক্ষ্মীয়ারা ইসলামিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন। বিশেষ মুফাচ্ছির হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা মামুন হোসেন হাবিবী, জিনারহাট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জাকারিয়া, মাওলানা তোফাজ্জল হোসেন, লক্ষীয়ারা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা কামরুল আহসান।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন খোকনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল জাব্বারী, মাদ্রাসার ইংরেজি প্রভাষক সারোয়ার মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র মাওলানা জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ইলিয়াস।
মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন। জুমার নামাজ শেষে হেলিকপ্টার যোগে মাহফিল স্থলে উপস্থিত হন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”