স্টাফ রিপোর্টার:
বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে ফেনী জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (১১ মার্চ) বিকেলে বিক্ষোভ মিছিলটি ফেনী পৌর চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের কলেজ রোড, ট্রাংক রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শান্তি সমাবেশে মিলিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক একেএম শহীদ খোন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর রতন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ প্রমুখ।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, সাংগঠনিক সম্পাদক জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মামুনুর রশীদ মিলন, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম গিটার, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন, ফেনী পৌর আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঞা ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলুসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন – জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধী পক্ষ আন্দোলনের নামে সন্ত্রাস নৈরাজ্যের সৃষ্টি করে দেশের উন্নয়ন অগ্রগতি বাঁধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে। একসময় লেবানন খ্যাত ফেনী এখন জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে শান্তির জনপদে পরিনত হয়েছে। শান্ত ফেনীকে অশান্ত করার পাঁয়তারা সকলে
ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে।
বিএনপি -জামায়াতের এই ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”