ফুলগাজী প্রতিনিধি :
ফেনীর ফুলগাজীতে বর্ষিয়ান সাংবাদিক এবিএম মুসা সেতুর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার আমজাদহাট ইউনিয়নের হাজীর ভাগনা এলাকায় ফিতা কেটে সেতুর উদ্বোধন করেন ফেনী -১ আসনের সংসদ সদস্য ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার।
স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে সাত কোটি ১৮লাখ টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের ফলে ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার ১৫টি গ্রামের মানুষ যাতায়াতে সুফল ভোগ করবেন।
ফুলগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল আলম আজমীরের সভাপতিত্বে অনু্ষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের ফেনীর নির্বাহী প্রকৌশলী মো.মাহমুদ আল ফারুক,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল আমীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম, সাংবাদিক এবিএম মুসার জ্যৈষ্ঠ কন্যা মরিয়ম মুসা ও দৈনিক সমকালের সহযোগী সম্পাদক লোটন একরাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন, ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল আমিন, দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান নুরুল আমিন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিরীন আখতার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সারাদেশে উন্নয়ন করছে। এরই ধারাবাহিকতায় ফেনী-১ আসনে রেকর্ড সংখ্যক উন্নয়ন অগ্রগতি হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে মহাজোট সরকার তথা মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন- স্বাধীনতা বিরোধী পক্ষ এই দেশে আফগানিস্তান বানানোর পাঁয়তারা করছে। তারা জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের নামে আন্দোলন করে দেশকে অস্থিতিশীল করতে চাই। এদেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নিয়মতান্ত্রিক ভাবে যথাসময়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো অপশক্তি যেন দাঁড়াতে না পারে এ বিষয় সকলকে সজাগ থাকার আহবান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন