বিশেষ প্রতিনিধি:
ফেনীতে জেলা ও দায়রা জজ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এএসএম রুহুল ইমরান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল নাগরিকদের বিচারের অধিকার নিশ্চিত করতে লিগ্যাল এইড শক্তিশালী করণে প্রয়োজনীয় সব কাজ করে যাচ্ছেন। বিশেষ করে আর্থিক অনটনে থাকা গ্রামগঞ্জের সাধারণ মানুষ যাতে বিচার বঞ্চিত না হন, সে বিষয়ে কাজ করছে লিগ্যাল এইড কমিটি। তিনি সোমবার বিকেলে ফেনী সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে প্রাতিষ্ঠানিক গণশুনানীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় জেলা ও দায়রা জজ আরও বলেন, সুষ্ঠু বিচার নিশ্চিত করতে না পারলে বিচারকদেরকে তাঁদের বিচারের জন্য পরকালে বিচারের মুখোমুখি হতে হবে। শুধু বিচারক নয়, আমরা যারা সমাজের বিভিন্ন অঙ্গনে প্রতিনিধিত্ব করি, আমরা সবাই কোন না কোন স্থানে বিচারের দায়িত্বে আছি। সবাইকে বিচার কাজ পালনের সময় পরকালের কথা মনে রাখার আহবান জানান। ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লিগ্যাল এইড কমিটির সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সুস্মিতা আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বনিক।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খোন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী এম শাহজাহান সাজু, ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবীর শামীম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ইমাম, পুরোহিত, বেদে, হরিজন, তৃতীয় লিঙ্গ, শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিনিধিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন