শহর প্রতিনিধি:
ফেনীতে গরু ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামী পৌর কাউন্সিলর ও বহিস্কৃত আওয়ামী লীগ নেতা আবুল কালাম এক বছর ৮ মাস পর সোমবার ফেনীর আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।
২০২১ সালের ১৫ আগষ্ট রাতে ফেনী পৌরসভার সুলতানপুরে কিশোরগঞ্জের একজন মৌসুমী গরু ব্যবসায়ী শাহজালাল হত্যা মামলার পলাতক আসামী ফেনী পৌর কাউন্সিলর ও বহিস্কৃত আওয়ামী লীগ নেতা আবুল কালাম পলাতক ছিলেন। দীর্ঘ এক বছর ৮ মাসেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
তবে পুলিশ বলছে, তাকে গ্রেপ্তারের জন্য পুলিশী অভিযান চালায়। তিনি দেশের বাইরে চলে গেছেন এমন কোন তথ্যও পাওয়া যায়নি।
পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, গত ২০২১ সালের ১৫ জুলাই রাতে কোরবানির ঈদ উপলক্ষে কিশোরগঞ্জ থেকে শাহজালালসহ কয়েক জন মৌসুমী গরু ব্যবসায়ী এক ট্রাক গরু নিয়ে ফেনী পৌরসভার সুলতানপুর এলাকায় পৌঁছেন। ওই রাতেই ট্রাকসহ গরু লুটের চেষ্টা করা হচ্ছে। বাধা দিতে গিয়ে গরু ব্যবসায়ী শাহজালাল দুর্বৃত্তের গুলিতে মারা যায়। এসময় ফেনী পৌরসভার ৬ নং সুলতানপুর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম ও তার সহযোগীরা গরু ব্যবসায়ীর লাশ টেনেহেঁছড়ে পাশের একটি পুকুরে ফেলে দেন।
এদিকে গরু ব্যবসায়ী হত্যার ঘটনায় জড়িত অভিযোগ পাওয়ার পর আবুল কালামকে ফেনী পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদসহ দলীয় সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় নিহত গরু ব্যবসায়ী শাহজালালের চাচাত ভাই আল আমিন বাদী হয়ে আবুল কালামকে প্রধান আসামী করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযোগে আবুল কালামের দুই সহযোগী আশরাফ হোসেন রাজু ও নাঈমুল হাসানকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের পর আসামী নাঈম হাসান ফেনীর আদালতে গরু ব্যবসায়ী শাহজালালকে হত্যার ঘটনায় জড়িত ছিল বলে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। তিনি তার জবানবন্দিতে আদালতকে জানায়, ফেনী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম নিজের হাতে থাকা পিস্তল দিয়েই গরু ব্যবসায়ী শাহজালালকে গুলি করে হত্যা করেছে। গরু ব্যবসায়ী মারা যাওয়ার পর তারা গরু ব্যবসায়ীর লাশটি পাশের একটি পুকুরে ফেলে দেয়।
অপরদিকে কিশোরগঞ্জের গরু ব্যবসায়ী শাহজালালের স্ত্রী রুপা বেগম জানায়, তাঁর স্বামী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। শাহজালালের মৃত্যুর ৭ মাস পর তার প্রথম কন্যা সন্তানের জন্ম হয়। তাদের মেয়ে কোন দিন বাবার মুখ দেখতে পাবেনা, বাবা ডাকতে পারবেনা। বৃদ্ধ শ্বশুরও অসুস্থ। স্বামী হারিয়ে তাদের অতি কষ্টে দিন কাটছে। তিনি তার স্বামীর হত্যাকারীদের বিচার ও শাস্তি দাবি করেন।
এদিকে স্থানীয় একাধিক সুত্র জানায়, গরু ব্যবসায়ীকে খুনের পর পৌর কাউন্সিলর আবুল কালাম নানা ভাবে ফেনীর বিভিন্ন এলাকায় পালিয়ে থেকে পরে অতি গোপনে দেশের বাইরে চলে যান। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করেন।
দীর্ঘ ১ বছর ৮ মাস পলাতক থাকার পরও ফেনী পৌরসভায় তার কাউন্সিলর পদ বহাল রয়েছে।
যদিও সংশ্লিষ্ট একজন প্রশাসনিক কর্মকর্তা জানান, তার দীর্ঘ অনুপস্থিতির বিষয়টি মন্ত্রনালয়ে লিখিত ভাবে জানানো হলেও পদ শুন্য ঘোষনা করা হয়নি।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, দীর্ঘ তদন্ত শেষে গতবছরের ৩০ জুন পৌর কাউন্সিলর আবুল কালাম, তার দুই সহযোগী আশরাফ হোসেন রাজু ও নাঈমুল হাসান গরু ব্যবসায়ী শাহজালাল হত্যাকান্ডে জড়িত থাকার তথ্যপ্রমান পেয়ে তিন জনের বিরুদ্ধে ফেনী আদালতে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, প্রধান আসামী আবুল কালামসহ তিনজনের বিরুদ্ধে আদালতে দায়ের করা অভিযোগপত্র গৃহীত হয়েছে। অভিযোগপত্র ভুক্ত অপর দুই আসামী গ্রেপ্তারের পর উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছে।
আদালতের পরিদর্শক (কোর্ট) মো. গোলাম জিলানী জানান, একটি হত্যা মামলার চার্জশীটভুক্ত পলাতক আসামী আবুল কালাম সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করেছেন। তার পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আদালতের আদেশে তাকে পুলিশের সহায়তায় জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”