স্টাফ রিপোর্টার:
ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেছেন, মহান স্বাধীনতার ৫২ বছর পার করছে বাংলাদেশ। এই দীর্ঘ সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতটা উন্নয়ন করেছেন এর ধারে কাছেও কেউ যেতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ২০৪১ সালে তিনি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত বার্ষিক মেধা, ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ নির্ভর করছে শিক্ষার্থীদের উপর। ভবিষ্যতে সম্ভাবনার স্মার্ট বাংলাদেশ উপহার দিবে বর্তমান প্রজন্ম। এসময় তিনি আরো বলেন, শেখ হাসিনা যদি ধারাবাহিকভাবে দেশের নেতৃত্ব দিতে পারেন, নিজাম উদ্দিন হাজারীকে যদি আবারও ফেনীতে সংসদ সদস্য নির্বাচিত করা যায় তাহলে ফেনী পৌঁছে যাবে অনন্য উচ্চতায়। এসময় শুসেন চন্দ্র শীল বহু প্রতিক্ষিত বিরলী-ভগবানপুর সংযোগ সেতুটি দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে. শহীদ উল্লাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আরা বেগম জুঁসি, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন ও দৈনিক প্রথম আলোর ফেনীর নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামরুন নাহার। স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, পাঁচগাছিয়া ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদিন বেলাল, পাঁচগাছিয়া ইউপির সদস্য দেলোয়ার হোসেন ডালিম, পাঁচগাছিয়া ইউপির ১নং ওয়ার্ডের সদস্য রফিকুন নবী রানা, জায়লস্কর ইউপির সদস্য নুরুল হুদা সুমন, পাঁচগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মীর জাহিদ হাসান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আজিজুল হক খোকন, সেলিনা আক্তার, সাইফুল ইসলাম ও নূর নবী।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এর আগে দেশাত্ববোধক গান, হামদ-নাত, নৃত্য, দৌঁড়, লাফ, কোরআন তেলাওয়াত, মিউজিক্যাল চেয়ার, আবৃত্তি, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতাসহ ২৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। শেষে বিগত এসএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”