ফেনীতে প্রবীণ আওয়ামী লীগ কর্মীদের সংর্বধনায় নিজাম হাজারী এমপি
বিশেষ প্রতিনিধি
ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রবীণ আওয়ামী লীগ কর্মীদের সংর্বধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৫ মার্চ ) শহরের গ্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংর্বধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদ।
নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন- প্রবীণ আওয়ামী লীগ কর্মীদের সংর্বধনার এ ধরনের আয়োজন বাংলাদেশের অন্য কোন জেলায় হয়েছে কিনা আমি জানি না। যাঁরা জীবনে কখনো আওয়ামী লীগ ছেড়ে অন্য কোথাও যায়নি, তাদেরকে সংর্বধনা দিয়ে আমরা আনন্দিত ও অভিভূত। আজ এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবেগে আমার চোখে পানি চলে এসেছে। অগ্রজরা হচ্ছে দলের প্রাণ শক্তি। এই ১৩০ জনকে সবচেয়ে সম্মানি জায়গায় রাখতে চাই ।
তিনি আরো বলেন, আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাঁকে নৌকার মনোনয়ন দিয়ে পাঠাবেন আমরা তাঁর বিজয় নিশ্চিত করতে কাজ করবো। বাংলাদেশের মানুষ সফল রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে করোনা সংকট মোকাবিলা করে দেশকে এগিয়ে নিচ্ছে। তাই বিএনপি- জামাত চক্র তথা স্বাধীনতা বিরোধীদের গনতন্ত্রের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে দেয়া হবে না। ফেনীতে আন্দোলনের নামে জনগণের জানমালের ক্ষতি করে এমন কাজ করার চেষ্টা করলে তাদেরকে কঠোরভাবে প্র্রতিহত করা হবে।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, নিজাম উদ্দিন হাজারী এমপি শুধু জনগণ ও তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন অগ্রগতি ও কল্যাণ নিয়ে চিন্তা করেন সবসময়। আজকের দিনটি আমাদের জন্য ব্যতিক্রম। কেননা আমাদের অগ্রজকে সম্মানিত করা হয়েছে। নবীন-প্রবীণের সমন্বয়ে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় এবং ফেনী সদর আসনে নিজাম উদ্দিন হাজারী এমপিকে আবারো সংসদে পাঠিয়ে ফেনীর শান্তি সমৃদ্ধি ও উন্নয়নের ধারা আব্যাহত রাখতে হবে।
জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড: হাফেজ আহমেদ বলেন – প্রবীণ আওয়ামী লীগ কর্মীরা হচ্ছে দলের নিবেদিত প্রাণ। এই জাতীয় আয়োজনে সবাই খুশি হয়েছে। কেউ বাদ গেলে আগামীতে তাদেরকেও মূল্যয়ন করা হবে। সংর্বধিত ১৩০ জন ইতিহাস হয়ে থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে অনূভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন সংর্বধিত প্রবীণ আওয়ামী লীগ নেতা মাস্টার কামাল উদ্দিন বলেন – আজীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি। দীর্ঘ দিন অবহেলিত ছিলাম। কিন্তু বর্তমান নেতারা দায়িত্ব নেয়ার পর আজকের এই উদ্যোগ নেয়ায় আমরা খুশি।
মহিলা আওয়ামী লীগের প্রবীণ নেত্রী ফিরোজা বেগম বলেন- আজীবন আওয়ামী লীগ করে আমার ছেলেকে হারিয়েছি, চাওয়া পাওয়ার কিছু নেই। তবে এই আয়োজনে আমরা আনন্দিত।
মাস্টার আবুল মনসুর ভূঞা বলেন- নিজাম হাজারী এমপি কর্মীদের যে মূল্যায়ন করে বাংলাদেশের অন্য কোন জেলায় এই ধরনের মূল্যয়ন করে না। আমরা নৌকার ব্যাচ কিংবা মুজিব কোর্ট পরে আওয়ামী লীগ পরিচয় হতে চাই না। নৌকা আমাদের অন্তরে থাকবে আমৃত্যু। আজকে আমাদের যে সম্মান দিয়েছেন, এতে আমরা আবেগ আপ্লুত। আগামীতেও মানুষের কল্যাণে বর্তমান নেতারা দায়িত্ব পালন করার আশাবাদ ব্যক্ত করেন।
মাস্টার আবদুল কাইয়ুম বলেন – ১৩০ জন প্রবীণ আওয়ামী লীগ নেতাদের সংর্বধনা দিয়ে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই আমরা দুখ ভুলে এবার আমাদের দায়িত্ব হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করা।
পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্যাগী নেতা সংবর্ধিত সিরাজুল ইসলাম জানান-এতো বছরের রাজনীতিতে আজকের এই সংর্বধনা আমার জীবনে গুরুত্বপূর্ণ পাওনা, যা আজীবন মাইলফলক হয়ে থাকবে। সংর্বধিত করায় তিনি নিজাম উদ্দিন হাজারী এমপি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ১৩০জন ছাড়াও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্যাহ খোন্দকার, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা, কাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বুলবুল আহমদ সোহাগ, কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঞা, ইসমাইল হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক কামাল উদ্দিন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনূর রশীদ জাফরসহ উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন সভাপতি-সাধারন সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি সংবর্ধিত ১৩০জনকে ফুল, ক্রেষ্ট, নগদটাকা ও উপহার সামগ্রী প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে বিশেষ প্রকাশনার মোড়ক উম্মোচন করে সকলের ভিডিও প্রদর্শনীর মাধ্যমে দলীয় কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। এর আগে এক মনোঞ্জ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়অ
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”