স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কার্যকরী পরিষদের নির্বাচন ২০২৩ বুধবার (১৫ মার্চ) ফেনী মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নির্বাচনের পূর্বে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। সম্মেলন উদ্ভোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কাউছার আলী শেখ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী জেলা কমিটির সভাপতি ফকির আহমেদ ফয়েজ ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলী।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী সদর উপজেলা কমিটির আহ্বায়ক মো. হারুন অর রশীদ ভূঁইয়া সদস্য সচিব মোঃ জহির উদ্দিন ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদিকে শিক্ষক সমিতির নির্বাচনকে ঘিরে শিক্ষকদের মাঝে আনন্দ উচ্ছাস বিরাজ করছে। এই নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১৭ পদের বিপরীতে দুইটি প্যানেল ও স্বতন্ত্রসহ ৩৬জন প্রার্থী প্রতিন্দন্ধিতা করছেন। এছাড়াও ৩৪জন সদস্যের বিপরীতে ৬৫জন প্রার্থী রয়েছেন। উৎসবমুখর পরিবেশে শিক্ষক সমিতির এই নির্বাচন সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে গঠিত নির্বাচন কমিশন।
জেলা শিক্ষক সমিতির সভাপতি ফকির আহমেদ ফয়েজ বলেন, সদর উপজেলা শিক্ষক সমিতির এই নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে। নির্বাচনের আগে প্রথম অধিবেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে শিক্ষকদের মাঝে নির্বাচন ঘিরে আনন্দ বিরাজ করছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন