স্টাফ রিপোর্টার
ফেনীতে বাল্যবিবাহ নিরোধ জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে সিভিল সোসাইটি সংগঠন, যুব,শিশু ও কিশোর নেটওয়ার্ক এর ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৬ মার্চ) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর, ফেনীর উপ-পরিচালক নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ((সার্বিক) মো: মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফেনী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ও ফেনী সিটি গার্লস স্কুলের অধ্যক্ষ মামুনুর রশিদ।
ফেনী জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে গ্লোবাল এফেয়ার্স অব কানাডা (গেক), প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সিওয়াইসিডিপি এর আওতায় বাস্তবায়নাধীন কম্বেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্প ও ইপসার আয়োজনে অনুষ্ঠিত হয় উক্ত কর্মশালা । ফেনী জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাপক সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাল্যবিবাহ নিরোধকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) বাস্তবায়নে সিভিল সোসাইটি সংগঠন, যুব,শিশু ও কিশোর নেটওয়ার্ক এর ভূমিকায় জেলা কর্মপরিকল্পনা প্রস্তুতের লক্ষ্যে সংগঠিত হয়েছিল ফেনী জেলার ৪০টি সংগটনের প্রতিনিধিবৃন্দ।
এতে সেশন পরিচালনা করেন নাছরীন আক্তার, গ্লোবাল এফেয়ার্স অব কানাডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন কম্বেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্প ও ইপসার জেলা সমন্বয়কারী মোহাম্মদ সাজেদুল আনোয়ার ভূঁঞা, ওরিয়েন্টেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা টিএমএসএস এর প্রতিনিধি মো: শহীদুল ইসলাম, ব্র্যাক এর জেলা প্রতিনিধি সুমন চৌধুরী, ফেনী থিয়েটার এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, ঞেল্প ফর টুডে এর পরিচালক ওয়ালিদ বিন আবদুল্লাহ, বসতি সমাজ ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের সমন্বয়কারী মো: রফিকুল ইসলাম, হ্যালো চাইল্ড বিডি নিউজ ২৪ এর সভাপতি মো: নাজমুল হক শামীম, ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম ফেনীর সভাপতি দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, স্বণ কিশোরী নেটওয়াক ফাউন্ডেশন এর প্রতিনিধি মাহবুবা তাবাস্সুম ইমা, গ্রামীন প্রোগ্রেস এর প্রতিনিধি মো: জাহেদ হোসেন, সবুজ বাংলার নিবাহী পরিচালক জয়নাল আবেদীন রাসেল, ইয়ুথ ফেডারেশন ফেনী এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি মর্জিনা আক্তার, অপেক এর নিবাহী পরিচালক আনোয়ারুল আজিজ, আরবান ইয়ুথ সোসাইটি ফেনী এর চেয়ারম্যান লিয়াকত আলী, ফেনী জেলা ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর সভাপতি ফারজানা আহমেদ অহনা, জেন্ডারপ্রমোটর, মহিলা বিষয়ক অধিদপ্তর, ফেনী ফারিয়া আক্তার ও শাওন চক্রবর্তী , রোসনা আক্তার, রহিম উল্ল্যাহ, মারিয়া আক্তার,সাবরিনা মেহনাজ,নারী নেত্রী রোকেয়া ইসলাম,সবুজ বাংলা নারী উন্নয়ন সংস্থার নিবাহী পরিচালক ছালেহা বেগম রীপা, প্লাস এর নিবাহী পরিচালক, জোহরা ইসলাম রুমা, কিশোর কিশোরী ক্লাব প্রতিনিধি ও স্থানীয় সংগঠন ও সংস্থার প্রতিনিধিবৃন্দ প্রমুখ। ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”