বিশেষ প্রতিনিধি
ফেনী পৌরসভার বর্তমান পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পৌরসভার ১৮ ওয়ার্ডের ২২০টি মসজিদের ৫২৬ জন ইমাম, মুয়াজ্জিন এবং খতিবদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে পৌরচত্বরে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, জেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ পিপি।
পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ, পৌর আওয়ামী লীগ সভাপতি আইনুল কবির শামীম, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাহ উল হায়দার চৌধুরী সোহেল সহ পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলররা।
প্রধান অতিথির বক্তব্যে নিজাম হাজারী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন খাঁটি মুসলমান ছিলেন, বঙ্গবন্ধুই ইসলামি ফাউন্ডেশন গড়েছেন, তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছেন । বর্তমান সরকার ক্ষমতায় থাকলেই আলেম-ওলামারা নিরাপদ থাকে ।
তিনি বলেন, ইমামদের সর্বোচ্চ সম্মান দেয়ার জন্য সকল জনপ্রতিনিধিদের নির্দেশনা দেয়া আছে। ইমামরা যে কথা বলবে সেগুলো মানুষ গ্রহণ করবে। কোন বিষয় নিয়ে ভুল ব্যাখ্যা না করার আহবান জানান তিনি। এসময় তিনি মেয়র স্বপন মিয়াজীর কাজের প্রশংসা করে আগামীতে আরও অত্যাধুনিক ফেনী পৌরসভা গড়তে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, ফেনী জেলাকে এগিয়ে নেয়ার জন্য সবাইকে কাজ করতে হবে। মসজিদে মুসল্লিদের সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করলে সমাজ পরিবর্তন হবে। সব নাগরিক যদি তাদের দায়িত্ব পালন করে সুন্দর পরিবেশ বজায় থাকবে, সুন্দর ফেনী গঠিত হবে।
পুলিশ সুপার জাকির হাসান বলেন, মুসলমানদের সম্মানিত করেছে। ফেনীতে ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের সৌহার্দপূর্ণ পরিবেশ রয়েছে। ইমামরা সমাজ বদলাইতে চাইলে যেকোনভাবে করতে পারে৷ এসময় তিনি আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম এখানে এসেছেন। সমাজের সম্মানিত ব্যক্তিদের সম্মাননা দেয়ার উদ্দেশ্য এ আয়োজন করা হয়েছে। নিজাম হাজারী দায়িত্ব নেয়ার পর থেকে সকল ইমামদের সর্বোচ্চ সম্মান দেয়া হয়েছে, নিরাপত্তা দেয়া হয়েছে। ফেনী এখন শান্তির জনপদ। তিনি ফেনীকে সন্ত্রাসের জনপদ থেকে শান্তির জনপদে পরিণত করেছেন। এসময় তিনি পৌরসভার উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রম তুলে ধরে আগামীতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে গত দুই বছরে ট্রেড লাইসেন্স, পৌর কর, রেমিট্যান্স প্রেরণকারী, ছাদবাগান, হাফেজ, সেরা বাজার পরিদর্শক কর্মকর্তা, সেরা পঞ্চায়েত কমিটি, সেরা পরিচ্ছন্নতাকর্মী ক্যাটাগরিতে মোট ৯ জনকে পুরস্কৃত করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”