নিজস্ব প্রতিবেদক:
বিয়ের সব আয়োজন সম্পন্ন। রান্নার কাজ চলছে। অতিথি আসা শুরু হয়েছে। কিছুক্ষন পর বর ও বরযাত্রী আসার অপেক্ষা। এ সময় বিয়ে বাড়িতে হাজির স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোজাহিদুল ইসলাম সেলিম ও জেলা মহিলা অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার নুরুল করিম ও অফিস সহকারী শহীদুল ইসলাম। তারা কনের বাল্যবিবাহের কথা বলার সাথেই কনে পক্ষের লোকজন নোটারী পাবলিকের একটি এভিডেভিট দেখায়। মেয়ের বিয়ের বয়স হয়েছে। কিন্তু কনে স্থানীয় একটি বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে লেখাপড়া করে। পরে নোটারী পাবলিকের এভিডেভিট বাতিল ঘোষণা করা হয়। অবশেষে
ফেনীর দাগনভূঁঞায় প্রশাসনের হস্তক্ষেপে একজন স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড রাজাপুর ঘোনা এলাকায় এ বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। এ সময় ওই ছাত্রীর বাবা শরিয়ত উল্যার নিকট থেকে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তার বিয়ে দেওয়া হবে না মর্মে লিখিত অঙ্গিকার নেওয়া হয়েছে।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরিন আক্তার জানান, সোমবার দুপুরে ফেনীর দাগনভূঁঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড রাজাপুর ঘোনা এলাকায় স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ুয়া একজন স্কুলছাত্রীর সাথে একই উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের নুরুল আমিনের ছেলে জহিরুল ইসলামের (৩৪) বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মর্মে জানতে পারেন। খবরের সত্যতা যাচাইয়ের জন্য জেলা মহিলা অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার নুরুল করিম ও অফিস সহকারী শহীদুল ইসলামকে ওই গ্রামে পাঠানো হয়। তারা সেখানে গিয়ে স্কুল ছাত্রীর বিয়ের সত্যতা ও সব প্রস্তুতি দেখতে পান। মেয়ের বয়স ১৬ বছর।
পরে মেয়ের বাবা বাল্য বিবাহ বন্ধ করে ১৮ বছর বয়সের আগে মেয়ের বিয়ে দেওয়া হবে না মর্মে লিখিত অঙ্গীকার দেন৷ এ সময় বর পক্ষ ও বিয়ে বন্ধের বিষয়টি জানতে পারেন। বাড়িতে বিয়ের গেইট ভেঙে ফেলা হয়। রান্না করা খাবার স্থানীয় অতিথিদের খাইয়ে বিদায় দেওয়া হয়েছে।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরিন আক্তার সবার প্রতি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর অনুরোধ করেন। তিনি জানান, সোমবার দাগনভূঁঞা উপজেলা প্রশাসনের সহযোগিতার এ বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”