শহর প্রতিনিধি:
ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ বলেন-একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়নের জাপা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টির বিকল্প নেই। জনগণ আওয়ামী লীগ ও বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দেশের মানুষ পরিবর্তন চায়, আর এই পরিবর্তন জাতীয় পার্টির পক্ষেই সম্ভব। তিনি বলেন- সোনাগাজী ও দাগনভূঞা তথা ফেনী-৩ নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির নেতা বর্তমান সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বিগত পাঁচ বছরে রেকর্ড সংখ্যক উন্নয়ন অগ্রগতি হয়েছে। এভাবে যদি সারাদেশে সব নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হয়, তাহলে সারাদেশের চিত্র পাল্টে যাবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে তাই দেশের পরিবর্তন ও সমৃদ্ধির লক্ষে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের এখনই মাঠে কাজ করার আহ্বান জানান।
রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির, সহ-সভাপতি শাহরিয়ার ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. রেজাউল গনি পলাশ, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাফর উল্লাহ খান, সাধারণ সম্পাদক রেজওয়ানুর রহমান সজীব, ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টি সভাপতি আলা উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর, সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু সুফিয়ান, দাগনভূঞা উপজেলা সভাপতি জহিরুল ইসলাম, পরশুরাম উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, ছাগলনাইয়া পৌর সভাপতি শাখাওয়াত হোসেন, ফুলগাজী উপজেলা আহবায়ক মো. হানিফ ও সদস্য সচিব আবু তাহের। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি, যুব সংহতিসহ অঙ্গ সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
এর আগে সকালে জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে এবং ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”