বিশেষ প্রতিনিধি
ফেনীতে বহুল আলোচিত মাদকের (ইয়াবা) মামলার রায়ে ১৫ বছর সশ্রম সাজাপ্রাপ্ত একজন পলাতক পুলিশ কর্মকর্তার আদালতে আত্মসমর্পননের পর তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তাঁর নাম মো. বিল্লাল হোসেন প্রকাশ বেলাল (৪০)। তিনি কুমিল্লার ব্রাম্মনপাড়ার উপজেলার জিরুইন মতিন মেম্বারের বাড়ির আবদুল মতিনের ছেলে ও তৎকালীন কক্সবাজার পুলিশের গোয়েন্দা শাখার বরখাস্তকৃত উপপরিদর্শক (এসআই)।
গত ৬ মার্চ ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদা লত) সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এর আদালতে তিনি সহ ১৩ জন আসামীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। রায়ে তৎকালীন কক্সবাজার পুলিশের গোয়েন্দা শাখার বরখাস্তকৃত উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন প্রকাশ বেলালসহ ৬ জনকে ১৫ বছর করে সশ্রম কারাদন্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। তিনি মামলার রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত না হয়ে পলাতক ছিলেন। আজ মঙ্গলবার সকালে তিনি ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদা লত) সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এর আদালতে আত্মসমর্পন করে জামিন আদেন করেন। আদালত শুনানী শেষে তাকে ফেনী কারাগারে প্রেরণের আদশ দেন। পরে তাঁকে কারা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন এবং তিনি ওই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। তিনি ষড়যন্ত্রের স্বীকার হয়েছেন বলেও দাবি করেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ও তাঁকে জামিন দেওয়া হলে তিনি পালাবেন না। তাঁর পক্ষে জামিন আবেদন শুনানী করেন ফেনীর জ্যেষ্ঠ আইনজীবী
প্রসঙ্গত-ফেনীতে গত ৬ মার্চ বহুল আলোচিত এই মাদকের (ইয়াবা) মামলায় ৫ পুলিশ সদস্য, একজন আইনজীবী, একজন আইনজীবী সহকারীসহ ১৩ জনের বিভিন্ন মেয়াদের কারাদন্ড ঘোষণা করা হয়। দন্ডপ্রাপ্তদের মধ্যে ৬ জনকে ১৫ বছর করে সশ্রম কারাদন্ড, এক লাখ টাকা করে জরিমানা-অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড, ৬ জনকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা-অনাদায়ে আরও ৪ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং একজনকে ৫ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ১৫ বছরের দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, ঢাকা এসবি পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. মাহফুজুর রহমান, কক্সবাজার এসবির উপ পরিদর্শক এসআই মো. বিল্লাল হোসেন , চট্টগ্রামের সীতাকুণ্ডের হাইওয়ে পুলিশের এসআই আশিকুর রহমান, কক্সবাজারের বাসিন্দা সালেহ আহাম্মদ, ফরিদুল আলম কোম্পানী ও জাফর কোম্পানী। ১০ বছরের সাজাপ্রাপ্তরা হচ্ছেন, আইনজীবী জাকির হোসেন,আইনজীবী সহকারী আবদুল মোতালেব মুহুরী, পুলিশের ঢাকা এসবি শাখার কনস্টেবল শাহীন, পুলিশ কনস্টেবল কাশেম আলী, কক্সবাজারের বাসিন্দা তোফাজ্জল হোসেন ও গিয়াস উদ্দিন। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা হারে জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
এছাড়াও একই মামলায় গ্রেপ্তারকৃত ঢাকা এসবির উপপরিদর্শক মাহফুজুর রহমানের প্রাইভেটকার চালক জাবেদ আলীকে ৫ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডাদেশ দেন। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত ১৩ জন আসামীর মধ্যে ৮ জন আদালতে উপস্থিত ছিলেন। আদালত সুত্র জানায়, ২০১৫ সালের ২০ জুন দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের এএসআই মাহফুজুর নহমান ও তার প্রাইভেটকার চালক জাবেদ আলীকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। এ ঘটনায় র্যাবের নায়েক সুবেদার মো. মনিরুল ইসলাম বাদী হয়ে ফেনী মডেল থানায় ৪ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ২৫ মে ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন ফেনী মডেল থানার তৎকালীন সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার জালাল উদ্দিন আহম্মদ। মামলা চলাকালেই রুবেল সরকার নামে একজন আসামী মারা যান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন