ছাগলনাইয়ায় যুব সংহতির সম্মেলনে রাশেদ চৌধুরী
বিশেষ প্রতিনিধি
ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ বলেন- ফেনী জেলা জাতীয় পার্টির অভিভাবক লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপির নির্দেশনা মোতাবেক কাজ করে ফেনীকে জাতীয় পার্টির ঘাঁটিতে পরিণত করতে হবে।
তিনি বলেন- সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টিই জনগণের প্রত্যাশা পূরণ করবে। জনগণ আওয়ামী লীগ ও বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দেশের মানুষ পরিবর্তন চায়, আর এই পরিবর্তন জাতীয় পার্টির পক্ষেই সম্ভব। সবার সম্মিলিত প্রচেষ্টা দেশ এগিয়ে যাবে তাই দেশের পরিবর্তন ও সমৃদ্ধির লক্ষে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের এখনই মাঠে কাজ করার আহ্বান জানান।
শনিবার (১এপ্রিল) ছাগলনাইয়া পৌর জাতীয় যুব সংহতির সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে উদ্বোধক ছিলেন জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. রেজাউল গনি পলাশ। প্রধান বক্তা ছিলেন জাতীয় যুব সংহতি ফেনী জেলা সাধারণ সম্পাদক আবুল মনসুর নয়ন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির, ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টি সভাপতি আলা উদ্দিন মজুমদার লিটন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, ছাগলনাইয়া পৌর জাতীয় পার্টির সভাপতি ডা. শাখাওয়াত হোসেন, ছাগলনাইয়া উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোক্তার হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক মিন্টু, ফেনী পৌর জাতীয় যুব সংহতির সভাপতি ইকবাল হোসেন মজুমদার ও সদর উপজেলা সভাপতি ওমর ফারুক ইসলাম খোকন। ছাগলনাইয়া পৌর জাতীয় যুব সংহতির আহবায়ক আশ্রাফুল আলম রানার সভাপতিত্বে ও সদস্য সচিব জহির উদ্দিন সোহেল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি, যুব সংহতিসহ অঙ্গ সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে আশ্রাফুল আলম রানাকে সভাপতি ,জহির উদ্দিন সোহেলকে সাধারণ সম্পাদক ও সাদ্দাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন জেলা জাতীয় যুব সংহতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন