বিশেষ প্রতিনিধি
ফেনীতে চালের খুদ ও ধানের কুঁড়ায় ক্ষতিকর রাসায়নিক রং দিয়ে তৈরি হচ্ছে হলুদ, মরিচসহ বিভিন্ন মসলা দিয়ে তৈরী দেড় হাজার কেজি ভেজাল মসলাসহ মো. সাঈদ হোসেন (৩৫) নামে এক মসলা ব্যবসায়ীকে আটক করে র্যাব। বৃহস্পতিবার আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
গত বুধবার রাতে শহরের তাকিয়া রোডের রামপুর শিশু একাডেমির পাশে বিসমিল্লাহ মসলা মিলে অভিযান চালান র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের সদস্যরা। আটক মো. সাঈদ হোসেন ফেনীর সোনাগাজী থানার সাড়াইত কান্দি গ্রামের মৃত আবদুর রউফের ছেলে।
র্যাব জানায়, ফেনী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েক ব্যক্তি ফেনী শহরের তাকিয়া রোডের রামপুর শিশু একাডেমির পাশে বিসমিল্লাহ মিলের ভেতর ভেজাল মসলা তৈরি হচ্ছে। র্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল রাত ১২টার দিকে ঐ মিলে অভিযান চালায়। এ সময় তাদের দেখে এক ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর মিল ঘরের ভেতর তল্লাশি করে ৩২টি সাদা প্লাস্টিকের বস্তায় রং ও খুদ মেশানো ভেজাল হলুদ-মরিচের গুঁড়াসহ দেড় হাজার কেজি ভেজাল মসলা উদ্ধার করা হয়।
আটক মো. সাঈদ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে অসৎ উপায় অবলম্বন করে বিভিন্ন মসলাসহ হলুদ-মরিচের গুঁড়ার সঙ্গে চালের ভাঙ্গা খুদ, কুড়া ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মসলা তৈরি করে আসছিল। এসব ভেজাল মসলা বিভিন্ন হাট-বাজারে বিক্রি করে প্রতারনা করে আসছিল।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের কমান্ডার কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটক আসামি ও উদ্ধার ভেজাল মসলা সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
.
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”