শেখ আশিকুন্নবী সজীব :
১৪৩০ বাংলা বছরকে স্বাগত জানিয়ে ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান পালিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক-উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ মানুষজন অংশ নেয়।

শোভাযাত্রা শেষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষবরণ অনুষ্ঠান,লোকজ মেলা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো: বাতেন,জেলা সিভিল সার্জন ডা: মো: শিহাব উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন,আইসিটি) ফাহমিদা হক,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসাইন পাটোয়ারী।

বর্ষবরণ অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহনকারীদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ফেনী সরকারি কলেজ, দ্বিতীয় স্থান ফেনী জি এ (গিরিশ-অক্ষয়)একাডেমি এবং তৃতীয় স্থান অর্জন করে ফেনী মডেল প্রাইমারি বিদ্যালয়।
সাংস্কৃতিক সংগঠন পর্যায়ে মঙ্গল শোভাযাত্রায় প্রথম স্থান অর্জন করে পূবালী সাংস্কৃতিক কেন্দ্র, দ্বিতীয় স্থান রবীন্দ্র সাংস্কৃতিক কেন্দ্র এবং তৃতীয় স্থান অর্জন করে আর্য সাংস্কৃতিক কেন্দ্র।

জেলা প্রশাসন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ষবরণের অনুষ্ঠান পালিত হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”