ফেনী পৌরসভা
স্টাফ রিপোর্টার :
ফেনী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কর্মরত চার শতাধিক পরিচ্ছন্নতাকর্মীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। (১৬ এপ্রিল) দুপুরে ফেনী পৌরসভা চত্বরে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে উপহার তুলে দেন ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
এ সময় পৌর মেয়র বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের উৎসাহ দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে প্রতি বছর ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বিভিন্ন ধরনের উপহার দিয়ে থাকি। এবছরও আমরা ফেনী পৌরসভার পক্ষ থেকে শাড়ি, লুঙ্গি, চাল, সেমাই, চিনিসহ ঈদ উপহার বিতরণ করেছি।
পৌর মেয়র আরো বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা শহরের মূল প্রাণ। তারা সুন্দর থাকলে পৌরসভা সুন্দর থাকবে। পৌরসভার সৌন্দর্যবর্ধনে তাদের ভূমিকা অনস্বীকার্য তাই তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করেন তিনি।
৯নং ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী রুবেল জানান, অতিতে অনেক মেয়র পৌরসভার দায়িত্ব পালন করেছে। কোন মেয়র এধরনের খাদ্য সহায়তা আমাদের পরিচ্ছন্নতাকর্মীদের দেয়নি। আমরা মেয়র স্বপন মিয়াজীর খাদ্য সহায়তা পেয়ে অনেক খুশি।
রোকসানা বেগম জানান, প্রতি বছর ঈদে আমরা এই উপহার পাই। এবছরও আমরা পেয়েছি। এই উপহার পেয়ে অনেক খুশি আমি। আমার পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবেই ঈদ কাটাতে করতে পারবে বলে জানায় তিনি।
.
বিতরণ কালে উপস্থিত ছিলেন, ফেনী পৌরসভার সচিব আবু জাফর গিফারী, ফেনী পৌরসভার মেডিকেল অফিসার কৃষ্ণপদ সাহা, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাহার বাহার, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কহিনুর আলম রানা, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন তসলিম, পৌরসভার কর্মকর্তা- কর্মচারিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন