মো. শফি উল্লাহ:
ফেনীতে শ্রমিক সংকট ও শ্রমিকের উচ্চমূল্য পারিশ্রমিক হওয়ায় দিশেহারা হয়ে পড়া কৃষকের পাশে দাঁড়িয়েছে ফেনী জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকালে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের কাটা মোবারক ঘোনা এলাকায় চলতি বোরো মৌসুমে তিন কৃষকের প্রায় ২ একর জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। সংগঠনটির জেলা সভাপতি তোফায়েল আহাম্মম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এই কর্মসূচীতে অংশ নেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কাটা মোবারক ঘোনা এলাকায় কৃষকের জমির ধান কাটতে নামেন। তারা তিন কৃষকের ২ একর জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন। ধান কাটা কর্মসূচীতে তপু-জাবেদ ছাড়াও ফেনী সরকারি কলেজ শাখা সভাপতি নোমান হাবিব, সদর উপজেলা সভাপতি আকরামুজ্জামান রাজু, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পৌর সভাপতি কাজী নিজাম উদ্দিন শুভ, সাধারণ সম্পাদক আবুল হাছনাত তুষার, ফরহাদনগর ইউনিয়ন সভাপতি আবদুল মান্নান রাসেল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল প্রমুখ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহাম্মদ তপু জানান, এই কর্মসূচী পুরো বোরো মৌসুমে চলবে। জেলার একপ্রান্ত থেকে আরেক প্রান্তের কৃষকরা খবর দিলেই ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবে। শ্রমিক সংকটে ধান কাটতে না পারা কৃষকদের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হবে। বাংলাদেশ ছাত্রলীগের আহবানে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীরা সব পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ জানান, চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে ছাত্রলীগ নিরবিচ্ছিন্ন ও নিরলস ভূমিকা পালন করবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









