বিশেষ প্রতিনিধি
ফেনীতে সম্পত্তি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের পুরুষ-মহিলাসহ ৬ জনকে কুপিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষ। গত শুক্রবার সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের (হাজীর বাজারের দক্ষিণে) ওবায়দুল হকের নতুন বাড়ীতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, একই গ্রামের আম্বর আলী হাজী বাড়ির বাসিন্দা হাফেজ আহাম্মদ গং ও পার্শ্ববর্তী ওবায়দুল হকের নতুন বাড়ির বাসিন্দা ওবায়দুল হক গংদের সাথে পূর্বে থেকে সি.এস ১৮৪নং খতিয়ানে ৩১৭৪ ও ৩১৭৫ দাগের বসত বাড়ীর সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। সম্পত্তি পাওয়ার আশায় ওবায়দুল হক গংরা ফেনীর আদালতে দেওয়ানী-১৯/২০০২ইং মামলা দায়ের করলেও হাফেজ আহাম্মদ গংরা ২০২২ সালে উচ্চ আদালতে তাদের পক্ষে রায় পান। এর পরেও ওবায়দুল হক গংরা আদালতের রায় উপেক্ষা করে গত শুক্রবার ২৮ এপ্রিল জোর পূর্বক মীমাংশিত হাফেজ আহাম্মদ গংদের জায়গায় জোরপূর্বক অবৈধভাবে বসত গৃহের কাজ আরম্ভ করলে হাফেজ আহাম্মদের দুই ছেলে এরশাদ উল্ল্যাহ ও নুরনবী বাধা দেয়। তখন কোন কিছু বুঝে ওঠার আগেই পূর্বে থেকে প্রস্তুতি নেয়া প্রতিপক্ষ রিয়াদ,সোহাগ,মামুন, মাসুদ, ওবায়দুল হক ও ছায়েদুল হক লোহার রড,খন্তা, কিরিচ, দেশীয় অস্ত্র ও বাঁশ দিয়ে এলোপাতাড়ি তাদের দুজনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে নুর নবীর স্ত্রী সাবিনা ইয়াছমিন, গিয়াস উদ্দিন ও জাহাঙ্গীর আলম আহতদের বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে আতদেরকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহতদের মধ্যে এরশাদ উল্লাহ, নুর নবী ও সাবিনা ইয়াছমিন এদের তিনজনের মাথা কিরিচের কোপে ক্ষতবিক্ষত হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আহত জাহাঙ্গীর আলম বলেন, ওবায়দুল হক যুদ্ধাপরাধী (রাজাকার)ছিল। তার দুই ছেলে রিয়াদ,সোহাগ এরা জামাত শিবিরের সক্রিয় ক্যাডার। এলাকায় তাদের তান্ডবে মানুষ এমনিতেই দিশেহারা। ছায়েদুল হকের ছেলে মামুন,মাসুদ এরা দুজন এলাকায় মাদক কারবার সহ আদিপত্য বিস্তার করে চলে। এরা এতই হিংস যে তারা এখনো প্রকাশ্যে অস্ত্র,কিরিচ,লাঠি নিয়ে মোহড়া দিচ্ছে এবং প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলার হয়েছে।
কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় অনেকে আহত হয়েছে। সম্পত্তি নিয়ে তাদের দুই পক্ষের মধ্যে পূর্বে থেকে বিরোধ চলছে ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন