স্টাফ রিপোর্টার :
চলতি বোরো মৌসুমে ফেনী সদর উপজেলার ফাজিলপুরে এক অসহায় কৃষকের দেড় একর জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা। সোমবার (০১ মে) আনুষ্ঠানিক ভাবে কর্মসূচী উদ্ভোদন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াজ আজিজ রাজিব। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি জিয়াউল আলম মিস্টার, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন, সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারীসহ শতাধিক নেতাকর্মী এই কর্মসূচীতে অংশ নেন।
ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম মোহন জানায়, সোমবার সকাল ৯টার দিকে জেলা যুবলীগের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের পশ্চিম ফাজিলপুর (সাতবাড়িয়া) গ্রামের অসহায় কৃষক রবিউল হক এর জমির ধান কাটতে নামেন। তারা কৃষকের দেড় একর জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন।
সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন জানান, এই কর্মসূচী পুরো বোরো মৌসুমে চলবে। উপজেলার ১২টি ইউনিয়নের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের অসহায় কৃষকরা খবর দিলেই আমাদের যুবলীগের নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবে। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে না পারলে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খাঁন নিখিলের আহবানে এবং ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী—২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী পরামর্শে কৃষকদের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হবে।
ধান কেটে দেওয়ার পর ফাজিলপুর (সাতবাড়িয়া) গ্রামের অসহায় কৃষক রবিউল হক বলেন, শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। যুবলীগ নেতাকর্মীরা সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধান কেটে, আঁটি বেধে মাথায করে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এ জন্য তাদের অনেক দোয়া করি। শুনেছি বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তারা আমার জমির ধান কেটে দিয়েছেন। এ জন্য আমি প্রধানমন্ত্রীকেও অনেক ধন্যবাদ জানাই।
এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াজ আজিজ রাজিব বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খাঁন নিখিলের আহবানে এবং ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী—২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী পরামর্শে অসহায় কৃষকদের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হয়েছে। আমরা যুবলীগ ফেনী জেলার গ্রামের কৃষক রবিউল হক দেড় একর জমির ধান কেটে আটি বেঁধে মাড়াই করে দিয়েছি। যখন ওই কৃষকের সমস্যার কথা আমি জানতে পারি সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের নিয়ে তার পাশে দাঁড়াই। সকাল সকাল আমরা নেতাকর্মীদের নিয়ে তার জমিতে গিয়ে নিজেরা ধান কেটে আটি বেঁধে মাড়াই করে ঘরে পৌঁছে দিয়েছি।
তিনি বলেন, ফেনী জেলা যুবলীগ দেশের মানুষের দুঃখ-কষ্টে ও বিভিন্ন দুর্যোগে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন