বিশেষ প্রতিনিধি:
ফেনীর সোনাগাজীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. মিজানুর রহমান (৪৫) নামে একজন নিহত হয়েছে। এসময় তাঁর অপর তিন ভাই আবদুল হাই (৪৮), আবু তৈয়ব (৫০) ও আবদুল গোফরান (৫৫) আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান উপজেলার মনগাজী বাজারের একজন হোমিও চিকিৎসক, ছাড়াইতকান্দি হোছাইনিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ও ছাড়াইত কান্দি গ্রামের নূরুল হুদার ছেলে।
পুলিশ, এলাকাবাসী, নিহতের পরিবার জানায়, উপজেলার ছাড়াইতকান্দি এলাকার নূরুল হুদার ছেলে মিজানুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে একই বাড়ির আবু তাহেরের ছেলে জসিম উদ্দিনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরের দিকে বিরোধ পূর্ণ জায়গার গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে উভয় পরিবারের মহিলাদের মধ্যে ঝগড়া হয়। ওই ঝগড়ার খবর শুনে তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে আবু তাহেরের ছেলে জসিম উদ্দিন, সবুজ মিয়া, আবুল খায়েরের ছেলে মাঈন উদ্দিন ও সবুজের ছেলে মো.বাবলুর নেতৃত্বে ১৫-২০জন ভাড়াটে সশস্ত্র সন্ত্রাসী। পথিমধ্যে তারা হোমিও চিকিৎসক মিজানুর রহমানকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরতর আহত করে। মিজানের ওপর হামলার খবর শুনে তাঁর তিনভাই আবদুল হাই, আবু তৈয়ব ও আবদুল গোফরান এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা মিজানুর রহমানকে রাত ৮টার দিকে মৃত্য ঘোষণা করেন।
মৃত্যুর খবরটি জানাজানির পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক ( এস আই) জাহাঙ্গীর আলম, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চালিয়ে যাচ্ছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন