বিশেষ প্রতিনিধি
দীর্ঘ ৩ বছর বন্ধ থাকার পর কিছু নিয়ম পরিবর্তন করে পূনরায় চালু হয়েছে ফেনীর সীমান্তবর্তী এলাকায় স্থাপিত ভারত-বাংলাদেশ সীমান্ত হাট। মঙ্গলবার (৯মে) থেকে সপ্তাহে একদিন করে বসেছে এ হাট। বাজার ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ফেনী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাস ও ভারতের শ্রীনগরের এডিএম ধনবাবু রিয়ন আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে এ সীমান্ত হাট পুন:চালু করেন। প্রথম দিনেই বাংলাদেশ ও ভারতের ক্রেতা-বিক্রেতাদের পদচারনায় মুখরিত হয় সীমান্তহাট।
এর আগে ২০২০ সালের ৩ মার্চ করোনা পরিস্থিতিতে উভয় দেশের কর্তাদের সম্মতিতে এ বাজারটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ২৬ এপ্রিল বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-পাক্ষিক বৈঠক শেষে ৯ মে থেকে বাজারটি চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
সীমান্তহাট বাংলাদেশ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, সীমান্তহাট পুনরায় চালু হওয়ায় দুই দেশের ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি পারস্পারিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। তবে ভারতীয় ক্রেতা প্রবেশে বাঁধা দেয়া, ভারতে এদেশীয় পণ্য ৩ থেকে ৫ কেজির উপর নিতে না দেয়া, ভারতের প্রশাসনের অসহযোগীতা, বাংলাদেশী অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে প্রচুর ভারতীয় পণ্য এদেশে প্রবেশ এবং তাদের দ্বারা ( অসাধু ব্যবসায়ী) হাটের দেশীয় ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা, হাটে বিশৃঙখলাসহ নানা অভিযোগ করেন তিনি। তা সমাধানের জন্য ব্যবস্থাপনা কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধ ও ক্রেতা-বিক্রেতাদের হয়রানি বন্ধে হাটে কঠোর নজরদারি অব্যাহত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়।
সীমান্তহাটের ব্যবসায়ী মোহাম্মদ শাহাজান বলেন, হাটের নির্দ্দিষ্ট পন্যের বাইরে ভারতীয় সকল প্রসাধনী বিক্রী হয়। তবে বাংলাদেশী বাজারে মাছ, শুটরি,বেকারি ও প্লাস্টিক পন্য বিক্রি হয়।
অভিষেক দাশ বলেন, সীমান্ত হাট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবার কিছু নীতিমালা পরিবর্তন করা হয়েছে। প্রথমদিনে বাংলাদেশী ৪৩৪ জন ক্রেতা ট্রিকেট সংগ্রহ করে। হাটে প্রবেশের সময় ক্রেতার জাতীয় পরিচয় পত্র ও ভেন্ডি কার্ড প্রদর্শন করতে হয়েছে।
গত ২ মে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বাজার ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অভিষেক দাশ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বর্ডার হাটে প্রবেশের জন্য প্রতি টিকেটের মূল্য ২০ টাকা থেকে বর্ধিত করে ৫০ টাকা করা হয়েছে। স্বাস্থ্যঝুঁকি এড়ানোর জন্য প্রতি সপ্তাহের হাট বারের পূর্বের দিন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রবেশ টিকেট সংগ্রহ করা হয়। হাটে কোন জাল জালিয়াতি ধরা পড়লে কঠিন ব্যবস্থা নেয়া হবে। দৈনন্দিন পণ্যের অতিরিক্ত পণ্য ক্রয় করা যাবে না বলেও ওই গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জানা যায়, সীমান্তবর্তী এলাকার মানুষের মাঝে সম্প্রীতি বাড়ানো এবং বাণিজ্য বৃদ্ধি করতে ২০১৫ সালের ১৩ জানুয়ারী দেশের তৃতীয় সীমান্ত হাট হিসেবে চালু হয় ফেনীর বাংলাদেশ-ভারত সীমান্ত হাটটি। বাংলাদেশের ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম ও ভারতের ত্রিপুরার শ্রীনগর এলাকার মাঝামাঝি স্থানে বাজারটি স্থাপন করা হয়। এখানে ২৬টি করে ৫২টি দোকান সমান ভাগে দুই দেশের ব্যবসায়ীদের বরাদ্ধ দেয়া হয়। এসব দোকানে সীমান্ত এলাকার ৫ কিলোমিটারের মাঝে উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয় করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।
ব্যবসায়ীরা জানান, এ বাজারের বাংলাদেশী ক্রেতাদের কাছে ভারতীয় মসলা, কসমেটিক্স, দুধ, হরলিক্সসহ বিভিন্ন পণ্যের কদর বেশি। অন্যদিকে ভারতীয় ক্রেতাদের বাংলাদেশী সুটকী, মুদিমাল, বেকারী, ফল ও প্লাস্টিকের পণ্যের প্রতি ঝোঁক বেশি। সপ্তাহের প্রতি মঙ্গলবার এ হাটে ভারতীয় দোকানীদের বিক্রির তুলনায় বাংলাদেশী ব্যবসায়ীদের বেচাকেনা অনেক কম।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ জানান, সীমান্ত হাটে এবার কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। সেই আলোকে সুষ্ঠুভাবে বাজার ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। সপ্তাহের প্রতি মঙ্গলবার সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত বর্ডার হাট চালু থাকে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”