শহর প্রতিনিধি:
ফেনীতে নারী নির্যাতন ও হত্যা চেষ্টা মামলায় ১৮ বছর পর দুই ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত বুধবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী থানার সুজানগর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের নোয়াবাদ এলাকার আলতু মিয়ার ছেলে মো. লিটন ওরফে বাবুল (৩৭) ও তার ভাই মো. সুমন (৩২)। বৃহস্পতিবার (১১ মে) বিকেলে ফেনীতে র্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব- ৭ এর পতেঙ্গার কমান্ডার লে. কর্ণেল মো. মাহবুব আলম।
র্যাব জানায়, ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের নোয়াবাদ গ্রামে ২০০৪ সালের ২০ মে ১০ হাজার টাকা যৌতুকের জন্য গৃহবধু ফাতেমা আক্তারকে বুকে, পিঠে কিলঘুষি মেরে মৃতপ্রায় অবস্থায় মহাসড়কের পাশে ফেলে দেন স্বামী মো. লিটন এবং দেবর মো. সুমন। পরবর্তীতে স্থানীয় লোকজন ওই গৃহবধুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় গৃহবধু ফাতেমা বাদী হয়ে ২০০৪ সালের ১২ জুন ফেনী মডেল থানায় তার স্বামী ও দেবরকে আসামী করে একটি মামলা দায়ের করে। ওই মামলায় তারা দুই ভাই গ্রেপ্তার হলেও কিছু দিন পর জামিনে ছাড়া পেয়ে পালিয়ে যায়। পরে তাদের (স্বামী ও দেবর) অনুপস্থিতিতে ফেনীর নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০১১ সালের ২২ মার্চ রায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকালে ফেনীতে র্যাব-৭ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের পতেঙ্গার অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহবুব আলম বলেন, দীর্ঘদিন পর্যন্ত র্যাব ওই আসামীদের গ্রেপ্তার করতে নজরদারী করতে থাকে। একপর্যায়ে র্যাব জানতে পারে তারা দুইজনই কুমিল্লার কোতয়ালী থানায় শ্রমিকের কাজ করে এবং সেখানেই বসবাস করেন। গত বুধবার গভীর রাতে র্যাব সদস্যরা কুমিল্লার কোতয়ালী থানার সুজানগরে অভিযান চালিয়ে তাদের দুই ভাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার বিকালে তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার, র্যাবের ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার রবিউল হাসান সরকার উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”