সদর প্রতিনিধি:
ফেনীতে দুইটি মশলা মিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মশলা, নষ্ট শুকনো মরিচ উদ্ধার করেছে র্যাব। এ সময় ৩ জন নারী শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে৷ তারা হলেন – রোকেয়া বেগম (৪৫), নুর জাহান (৩৫) ও সমেলা বেগম (৩৫)। এ সময় ৩৩ টি বস্তায় ভেজাল রং মিশ্রিত এক হাজার ৯২ কেজি মরিচের গুড়া এবং ৬২ কেজি নষ্ট শুকনা মরিচ জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, ফেনী শহরের তাকিয়া রোডের পাশাপাশি মেসার্স কাদের ও মেসার্স রিফাতের মালিকীয় দুইটি মশলা কারখানায় ভেজাল মসলা তৈরির খবর পেয়ে র্যাব সদস্যরা গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালায়।
এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩ জন কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা লক্ষীপুর জেলার বাসিন্দা রোকেয়া বেগম (৪৫) ও নুর জাহান (৩৫) এবং ময়মনসিংহ জেলার বাসিন্দা সমেলা বেগমকে (৩৫) আটক করা হয়। তারা তিনজনই ওই দুটি মশলা তৈরির মিলের শ্রমিক। তারা ফেনী শহরে বিভিন্ন পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন। পরে মশলা মিল ঘরের ভেতর তল্লাশী করে ৩৩ টি বস্তায় ভেজাল রং মেশানো এক হাজার ৯২ কেজি মরিচের গুড়া এবং ৬২ কেজি নষ্ট শুকনা মরিচসহ ৩ নারী শ্রমিককে গ্রেপ্তার করা হয়।
রোববার সকালে ফেনী সদর মডেল থানায় মামলা দায়ের ও আসামীদেরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
র্যাব- ৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম দুটি ভেজাল মশলা মিলে অভিযানে বিপুল পরিমান ভেজাল মসলা জব্দ এবং তিনজন নারী শ্রমিককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
প্রসঙ্গত- গত ৭ মে রাতেও ওই একই এলাকায় অপর একটি ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩ জন নারী শ্রমিককে গ্রেপ্তার করে র্যাব। কিন্তু মিল মালিকদের কেউ গ্রেপ্তার হয়নি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”