সদর প্রতিনিধি :
ফেনী শহরের বারাহীপুর এলাকায় একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় একজন পথচারী নারী নিহত হয়েছেন। তার নাম হোসনে আরা বেগম (৬২)। তিনি ফেনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের বারাহীপুর গ্রামের দোস্ত মোহাম্মদ ভূঁঞা বাড়ীর বদিউজ্জামানের স্ত্রী। রোববার দুপুর ১২ টার দিকে এ দূর্ঘটনা ঘটেছে।
ফেনী রেল পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, দুপুর ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের বারাহীপুর এলাকায় পথচারী নারী হোসনে আরা বেগম তাদের বাড়ির পাশে অবস্থিত রেলপথের পাশ দিয়ে হাটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রেনের গতির কারনে বাতাসের তীব্র ধাক্কায় ওই পথচারী নারীও বাতাসের ধাক্কায় ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে ফেনী রেলস্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, ফেনী রেল স্টেশনে সোনার বাংলা ট্রেনের যাত্রাবিরতির কোন সুযোগ না থাকায় ট্রেনটি কিছুটা দ্রুতগতির ছিল। তিনি দূর্ঘটনায় একজন নারী নিহত হওয়ার কথা শুনেছেন বলে জানায়।
ফেনী রেল স্টেশনে দায়িত্বরত রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ আলী চৌধুরী ট্রেনের ধাক্কায় একজন পথচারী নারী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রেলপুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা ওই নারীর লাশ বাড়িতে নিয়ে যায়। স্বজনরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতির জন্য চেষ্টা করছে বলে তিনি জানান।
প্রসঙ্গত- নিহত পথচারী নারী ফেনী পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলামের বড় বোন ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”