বিশেষ প্রতিনিধি:
সাংবাদিক নুরুল করিম মজুমদার এর নামে সড়ক নামকরণের ঘোষণা দিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। গতকাল বুধবার (৩১ মে) বিকেলে ফেনী পৌরসভার ১৮ নাম্বার ওয়ার্ডে মরহুম আব্দুল কাদের ভূঁইয়া সড়ক ও আহম্মদ আলী পাটোয়ারী বাড়ী (বসত বাড়ী) সড়ক ও ড্রেন সংস্কার কাজের কাজের উদ্বোধন শেষে সড়ক পরিদর্শন কালে বকতিয়ার ভূইয়া সড়কটিকে সাংবাদিক নুরুল করিম মজুমদার এর নামে নামকরণ করা হবে বলে ঘোষণা দেন তিনি।
সড়ক নামকরণ প্রসঙ্গে মেয়র বলেন, সাংবাদিকতার ন্যায় পরায়ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের নুরুল করিম মজুমদার ফেনীর সাংবাদিকতার আইকন। তার স্মৃতি অমর করে রাখতে এই সড়কের নামকরণ করা হবে। আমরা চাই এই শহরের খ্যাতিমান এবং বিশিষ্টজন ব্যক্তি যাঁরা রয়েছে তাদের স্মৃতি সংরক্ষন করতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সড়ক ও অবকাঠামো নামকরণ করা হবে। নামকরণ এর মাধ্যমে মানুষ ১শ বছর পরেও জানতে পারবে এই ব্যক্তিটি এই এলাকার জন্য কি ছিল।
মেয়র আরো জানান, ইতিমধ্যে পৌরসভার ইঞ্জিনিয়ারকে সড়কটি সংস্কারের জন্য এস্টিমেট করার নির্দেশ দিয়েছি। স্টিমিট করা হলে সংস্কারের পরবর্তীতে সড়কটির নাম সাংবাদিক নুরুল করিম মজুমদারের নামে করা হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুর রহমান, সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, সময় টেলিভিশনের সিনিয়র স্টাপ রিপোর্টার আতিয়ার সজল, সাপ্তাহিক হকার্স পত্রিকার সম্পাদক তারেক মজুমদার, মোহনা টিভির ফেনী জেলা প্রতিনিধি ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তোফায়েল আহাম্মদ নিলয়সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন