স্টাফ রিপোর্টার:
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ- উল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জোস্না আরা বেগম,ফেনী চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি আবুল কাশেম,ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা ফেনীর জৈষ্ঠ্য সাংবাদিক আবু তাহের, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ,বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞান ও আইসিটি বিষয়ক শিক্ষক এবং বিভিন্ন মাধ্যমের গণমাধ্যমকর্মী। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) ফাহমিদা হক এবং সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার এস.এম.আল- আমিন।
অনুষ্ঠানের শুরুতে স্মার্ট বাংলাদেশ এর রুপরেখা বিষয়ক “পাওয়ার পয়েন্ট” প্রেজেন্টেশন করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রথম শিল্পবিপ্লব ১৭৮৪ সাল বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার, দ্বিতীয় শিল্পবিপ্লব ১৮৭০ সাল বিদ্যুতের আবিষ্কার ও তৃতীয় ১৯৬৯ সাল ইন্টারনেটের আবিষ্কার। চতুর্থ শিল্পবিপ্লব আগের তিনটি শিল্পবিপ্লবকে ছাড়িয়ে যাবে। বর্তমানে চতুর্থ শিল্পবিপ্লব হিসেবে ডিজিটালাইজেশন আমাদের কাজের সকল ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে। চতুর্থ শিল্পবিপ্লবের ছোঁয়ায় পৃথিবী বদলে যাচ্ছে। অতিথিরা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশের জনগণ ডিজিটালাইজেশনের সুফল পাচ্ছেন। ভবিষ্যতে সকল কাজ অনলাইনভিত্তিক হবে। আগামীর প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। চতুর্থ শিল্প বিপ্লবের সুফল পেতে সরকার দেশে হাইটেক পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে সরকারি-বেসরকারি উভয় খাতকেই সমানভাবে গুরুত্ব দেয়া হচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন