শেখ আশিকুন্নবী সজীব:
ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ফেনী শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (০৮ জুন) বিকালে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহম্মেদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকারের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু।
এছাড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রিয়রঞ্জন দত্ত, হাজী জামাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এম. শাহজাহান সাজু, যুব ও ক্রীড়া সম্পাদক আমির হোসেন বাহার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বি.কম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে পৌরসভা চত্ত্বরের সামনে থেকে মিছিল শুরু হয়ে কলেজ রোড, দোয়েল চত্ত্বর, খেজুর চত্ত্বর, বড় মসজিদ চত্ত্বর প্রদক্ষিণ করে।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের অন্যতম গৌরবময় অধ্যায় হলো ৬-দফা আন্দোলনে নেতৃত্ব দেওয়া। ছয় দফা আন্দোলনের মাধ্যমে এদেশের স্বাধীনতার সূচনা হয়। এই ৬ দফা আন্দোলনের মধ্য দিয়েই ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”