শহর প্রতিনিধি:
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্র ঘোষিত পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে ১১ জুন থেকে ১৩ জুন তিন দিনব্যাপি ফেনী জেলার সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মঘট পালিত হয়। ধর্মঘটের শেষ দিন মঙ্গলবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ফেনী জেলার আয়োজনে শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাঁশপাড়াস্থ শিক্ষক ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে মিলিত হন শিক্ষকরা।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ফেনী জেলা শাখার সভাপতি ফকির আহাম্মদ ফয়েজ এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হোসেন মোহাম্মদ আলমগীর, সহ-সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, সদস্য জামাল উদ্দিন, ফেনী সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সোনাগাজী উপজেলার সভাপতি নুরুল আলম, দাগনভূঞা উপজেলার সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, ছাগলনাইয়া উপজেলার সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আফসার, ফুলগাজী উপজেলার সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন। এসময় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়) কর্মরত শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। কিন্তু আজও মাধ্যমিক শিক্ষকরা নানা সমস্যা জর্জরিত ও অবহেলিত। নেতৃবৃন্দ বলেন, ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পাশের আগে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের ঘোষণা না দিয়ে দাবি মেনে না নিলে আগামী ১১ জুলাই থেকে ঢাকা প্রেস ক্লাবের সামনে অবিরাম অবস্থান কর্মসূচির ঘোষনা দেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি ফেনী জিরো পয়েন্ট থেকে জেল রোড, কলেজ রোড, মিজান রোড হয়ে শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত বক্তব্য শেষে সভাপতি বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষনা করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”