শহর প্রতিনিধি :
‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিপাদ্যে ফেনীতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।
বুধবার (১৪ জুন) দুপুরে ফেনীর বিজয়সিংহ দীঘির পাড়ে কর্মসূচির উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
চ্যানেল আই ফেনী জেলা প্রতিনিধি এবং প্রকৃতি ও জীবন ক্লাব ফেনীর সমন্বয়ক রবিউল হক রবির পরিচালনায় বৃক্ষরোপন কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান, প্রকৃতি ও জীবন ক্লাব ফেনীর উপদেষ্টা ও স্টার লাইন গ্রুপের ভাইস-চেয়ারম্যান জাফর উদ্দিন, প্রকৃতি ও জীবন ক্লাব ফেনীর উপদেষ্টা ও শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী।
এসময় প্রকৃতি ও জীবন ক্লাব ফেনীর উপদেষ্টা বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কবি ও গীতিকার মোহাম্মদ ইকবাল চৌধুরী, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক তাজুল ইসলাম ভূঁইয়া, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভুঁইয়া, সোনাগাজীর সাংবাদিক জাবেদ মামুনসহ প্রকৃতি ও জীবন ক্লাব ফেনীর অন্যান্য উপদেষ্টাগণ,আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকৃতি ও জীবন ক্লাবের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীর বিজয়সিংহ দীঘির পাড় সহ বিভিন্ন উন্মুক্ত স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সড়কের পাশে এক হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হবে।
বৃক্ষরোপন কার্যক্রমের প্রশংসা করেন ফেনীর বিশিষ্টজনেরা এবং দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে পরিবেশ সুরক্ষায় প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সবুজায়নের বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ক্লাব বৃক্ষরোপন কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় এগিয়ে এসেছে তা উজ্জল উদাহরণ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে এবং পরিবেশ সুরক্ষায় প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”