বিশেষ প্রতিনিধি
ফেনীতে ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত এর উপর আওয়ামী ছাত্রলীগ বাহিনীর হামলা ও পুলিশ কর্তৃক মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে রবিবার (১৮ জুন) সকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ফেনী জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় ছাত্রদলের মিছিলে পুলিশ লাঠিচার্জ করে চারজনকে আটক করেছে।
ফেনীজেলা ছাত্রদলের সভাপতি সালা উদ্দিন মামুন জানান, কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী নুসরাত নাদিয়ার ওপর হামলা ও মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে তারা ট্রাংক রোড থেকে একটি মিছিল বের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক দিয়ে একটু সামনে এগুলেই পুলিশ লাঠিচার্জ করে অসংখ্য নেতা কর্মীকে আহত করে ও চারজনকে আটক করে।
এদিকে পুলিশ বলছে, মিছিলের সময় ছাত্রদলের দুইগ্রুপে সংঘর্ষ শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে চারজনকে আটক করে।
আটকরা হলেন ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন, পৌর ছাত্রদল নেতা শরিফ, ছনুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা জসিম, ধর্মপুর ইউনিয়ন ছাত্রদল নেতা হৃদয়।
ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হঠাৎ লাঠিচার্জ শুরু করে চারজনকে ধরে নিয়ে যায়। লাঠিচার্জে অন্তত ১৫-২০ জন আহত হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, মিছিলের সময় ছাত্রদলের দুইগ্রুপে সংঘর্ষ শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে চারজনকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ছাত্রদলের মিছিলে পুলিশের হামলার প্রতিবাদ জানিয়েছেন ফেনী জেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, ফেনী জেলা ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বর্বরোচিত হামলা ও গ্রেফতার করেছে। তারা এঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”