খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে ভূমিদস্যু ও পাহাড়ের আঞ্চলিক উগ্র উপজাতি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সশস্ত্র সন্ত্রাসীদের মদদে অবৈধভাবে বাঙালীদের ভূমিতে বসতি নির্মাণ এবং ভূমি বে দখলের প্রতিবাদে বাটনাশিবির ভূমি রক্ষা কমিটির উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে রামগড় বাজারের হাইপ্লাজা মার্কেট প্রাঙ্গণে মানববন্ধনে ভূমি মালিকগণ ও গুচ্ছগ্রামবাসীরা তাদের ভূমি বে দখল হওয়ার বিষয়টি তুলে ধরে অনতিবিলম্বে দখলকৃত ভূমি উদ্ধারে সরকার ও প্রসাশনের হস্তক্ষেপ কামনা করে ছয় দফা দাবী পেশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মো. ইউনুছ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মোল্লা প্রমুখ। এসময় বক্তারা বলেন, আমাদের নিজস্ব বাগ-বাগিচা সজ্জিত ভূমিতে আমরা যেতে পারছি না, বহিরাগত উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের ভূমিতে অবৈধভাবে জোর করে বসতি স্থাপন করেছে। আমাদের সৃজিত বাগানের গাছগুলি কেটে নিয়ে যাচ্ছে। বাটনাশিবির এলাকা হতে সরকার ১৯৮৬ সালে উপজাতীয় সশস্ত্র শান্তিবাহিনীর আক্রমণ হতে রক্ষার্থে তৎকালীন বিডিআর ক্যাম্প সংলগ্ন তৈচালাপাড়ায় গুচ্ছগ্রামে নিয়ে আসে, সরকার ও প্রসাশনের পক্ষ থেকে তখন আমাদেরকে বলা হয়েছিলো পাহাড়ে কখনো শান্ত পরিস্থিতি বিরাজমান হলে আবার আমাদের বসত-ভিটায় পুনর্বাসন করা হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির শান্তি চুক্তির ২৫ বছর পার হয়ে গেলেও আমাদের বসত-ভিটার পুনর্বাসন করা হয়নি। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বহিরাগত উপজাতীয় ভূমিদস্যুগণ অভ্যাহতভাবে আমাদের ভূমি বে-দখল এবং জোরপূর্বক অবৈধ বসতি স্থাপন করে চলছে।’ ভূমির নিয়মিত খাজনা পরিশোধ করেও আমাদের নামে রেকর্ডভুক্ত ভূমিতে বহিরাগত উপজাতীয় ভূমিদস্যুরা আমাদের বাগ-বাগিচা করতে দিচ্ছে না। সরকার ও প্রসাশনের কাছে আমাদের ভূমি উদ্ধার এবং ভূমির নিরাপত্তা চাই।’
মানববন্ধন থেকে বাটনাশিবির এলাকার গুচ্ছগ্রামবাসীদের পক্ষে সরকার ও প্রশাসনের নিকট ছয় দফা দাবি উপস্থাপন করা হয়। দাবীগুলো হলো:-
১। বাটনাশিবির এলাকার গুচ্ছগ্রামবাসীদের সকল বে-দখলকৃত ভূমি উদ্ধার করতে হবে।
২. বাটনাশিবির এলাকার সকল গুচ্ছগ্রামবাসীকে পূনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
৩. বাটনাশিবির এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. বাদপড়া গুচ্ছগ্রামবাসীদের তালিকা তৈরি করে রেশন সুবিধা নিশ্চিত করতে হবে।
৫. গুচ্ছগ্রামবাসীদের স্বাবলম্বী হওয়ার জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং সরকারি, বেসরকারি চাকুরীতে অগ্রাধিকার দিতে হবে।
৬. বাটনাশিবির এলাকার গুচ্ছগ্রামবাসীদের জন্য শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে ভূমি রক্ষা কমিটির সদস্যবৃন্দসহ ভূমি সর্বস্তরের লোকজন অংশ নেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন