স্টাফ রিপোর্টার:
রাত পোহালেই পবিত্র ঈদ উল আযহা । এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। ফেনী কেন্দ্রীয় ঈদগাহ ঐতিহাসিক মিজান ময়দানে বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বুধবার (২৮ জুন) বিকালে ঈদগাহের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেসবাউল হায়দার চৌধুরী সোহেলসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরিদর্শনকালে নিজাম হাজারী এমপি বলেন, ফেনীর আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো আছে। কোরবানীর গরু-ছাগলের হাটকে কেন্দ্র করে ফেনী জেলার প্রত্যন্ত অঞ্চলে কোথাও ছিনতাই-রাহাজানি, সন্ত্রাসী কর্মকান্ড ঘটেনি। সবার ঐকান্তিক চেষ্টায় সুন্দর পরিবেশে নির্বিঘ্নে পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে পারবো। সারাদেশের মতো ফেনীতেও জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার টন খাদ্য সামগ্রী দিয়েছেন। যাতে করে গরীব অসহায় লোকজনও ঈদের আনন্দ উপভোগ করতে পারে।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, ঈদ জামাত উপলক্ষে মিজান ময়দান সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে ঈদগাহ ময়দানে লাইট, ফ্যান নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া পানি নিষ্কাশনসহ বৃষ্টি হলে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন সে বিষয়ে দৃষ্টি রেখে পুরো ময়দানে প্যান্ডেল টাঙ্গানো হয়েছে। পুরো প্যান্ডেল জুড়ে মাইক, বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। নিরাপত্তার জন্য পুরো ঈদগাহ জুড়ে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক দৃষ্টি।
মাঠে প্যান্ডেলে একসাথে ২০ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করবেন। মুসল্লিদের জন্য ফেনী পৌরসভার পক্ষ থেকে সুপেয় পানি, খেজুর ও বর্জ্য অপসারণের একটি ব্যাগ দেওয়া হবে। এ ছাড়াও ঈদগাহের বাহিরে পুরো এলাকাজুড়ে মানুষ নামাজ আদায় করতে পারবেন বলে জানান মেয়র।
বর্জ্য অপসারণের ব্যাগ নিয়ে পৌর মেয়র বলেন, পবিত্র ঈদুল আযহার জামাত শেষে প্রধান গেইটে ফেনী পৌরসভার পক্ষ থেকে বর্জ্য অপসারণের তথ্য প্রদানের একটি বুথ স্থাপন করা হয়েছে। সেখান থেকে যার যার প্রয়োজনে তথ্য ও বর্জ্য অপসারণ ব্যাগ নিয়ে যেতে পারবেন।
এমপি নিজাম উদ্দিন হাজারীর পরিদর্শনকালে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন, ফেনী পৌরসভার কাউন্সিলর জয়নাল আবেদীন লিটন, বাহার উদ্দিন বাহার,সাইফুল ইসলাম তানজিম,সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম,ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী,জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, সহ-সভাপতি শাহেদ আকবর অভিসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”